বৃহস্পতিবার ২৯ জানুয়ারি ২০২৬ ১৫ মাঘ ১৪৩২

শিরোনাম: ২২ বছর পর আজ রাজশাহী যাচ্ছেন তারেক রহমান   রাজধানীতে বাস চাপায় ব্যাংক কর্মচারীর মৃত্যু    হোয়াটসঅ্যাপ-ফেসবুক-ইনস্টাগ্রাম চালাতে গুণতে হবে টাকা    হিলিতে চালের দাম কমেছে কেজিতে ৮ টাকা   ৮ জেলার শীত নিয়ে বড় দুঃসংবাদ    রাবির বি ইউনিটের ফল প্রকাশ   পুঁজিবাজারে সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন    
কাবিলা যে আমাকে মিস করে, এটা ভালো লাগছে: পারসা ইভানা
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ৫:২৫ পিএম

গত এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত অভিনেত্রী পারসা ইভানা। নিউইয়র্কের ‘দ্য ফ্রিম্যান স্টুডিও’ থেকে অভিনয়ে উচ্চতর প্রশিক্ষণ নিয়েছেন তিনি। 

দীর্ঘ চার মাস প্রবাসে কাটানোর পর ২১ আগস্ট দেশে ফিরেছেন ইভানা। বিদেশে থাকায় ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজনে যুক্ত থাকতে পারেননি তিনি। স্বাভাবিকভাবেই এবারের সিজনে দর্শক তাকে মিস করছে। 

শুধু দর্শক নয়, ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজনে ইভাকে (পারসা ইভানার চরিত্রের নাম) মিস করতে দেখা গেছে কাবিলাকেও। নাটকের প্রকাশিত কয়েকটি পর্বে দেখা গেছে সেই চিত্র। 

স্বাভাবিকভাবেই দেশে ফেরার পর অভিনেত্রীকে প্রশ্ন করা হয়, ব্যাচেলর পয়েন্টে কবে থেকে দেখা মিলতে চলেছে ইভার?

জবাবে অভিনেত্রী বলেন, সেটা হয়তো পরিচালকই ভালো বলতে পারবেন। তবে দর্শকরা যে আমাকে মিস করছেন, বিশেষ করে কাবিলা আমাকে মিস করে সেটা দেখতে ভালো লাগছে। 

পারসা ইভানা আরও বলেন, ইভা চরিত্রটিকে দর্শক যতটা মিস করে, আমি মিস করি তার চেয়ে বেশি। অধিকাংশ মানুষ আমাকে ইভা হিসেবেই চেনে। এ নিয়ে খুব প্রাউড ফিল করি। ইভা চরিত্রটিকে মানুষ এত ভালোভাবে গ্রহণ করেছে, সেটা আমার কাছে আশীর্বাদস্বরূপ। নতুন সিজনে আমার অভিনয়ের সম্ভাবনা আছে কি না, সেটা জানি না। তবে যারা এই সিজন দেখছেন, তারা অবশ্যই ইভাকে খুঁজে পাবেন।

এদিকে যুক্তরাষ্ট্র থেকে কানাডা ভ্রমণে গিয়েছিলেন ইভানা। সেখানে তার সঙ্গে দেখা হয়েছিল জিয়াউল হক পলাশের। পর্দার কাবিলার সঙ্গে দূর প্রবাসে দেখা হওয়ার পরে দুজনে বেশ ভালো কিছু সময় কাটিয়েছেন একসঙ্গে। 



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com