নরসিংদী জেলার রায়পুর উপজেলার কাচারী কান্দি উত্তরে এক বাড়িতে সন্ত্রাসী হামলায় নুর জাহান (৬৫) নামে এক বৃদ্ধা আহত হয়েছেন। শনিবার (৮ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে।
এ ঘটনায় পর সোমবার (১০ ফেব্রুয়ারি) তার ছেলে জিয়াউর রহমান রায়পুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে।
জিডি সূত্রে জানা যায়, ফেরদৌস কামাল জুয়েল ও তার সন্ত্রাসী গ্রুপের ৮ সদস্য নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। এসময় তার বৃদ্ধা মা প্রতিবাদ করলে তাকে লাঠি দিয়ে আঘাত করে এবং তার প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। পরে তাকে স্থানীয় ওলিউর রহমান জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
রায়পুর থানার ইন্সপেক্টর (তদন্ত) মোহাম্মদ ফরিদ উদ্দিন খান সাংবাদিকে বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। অতি দ্রুত তাদের গ্রেপ্তারের চেষ্টা করছি।