বৃহস্পতিবার ২৯ জানুয়ারি ২০২৬ ১৫ মাঘ ১৪৩২

শিরোনাম: ২২ বছর পর আজ রাজশাহী যাচ্ছেন তারেক রহমান   রাজধানীতে বাস চাপায় ব্যাংক কর্মচারীর মৃত্যু    হোয়াটসঅ্যাপ-ফেসবুক-ইনস্টাগ্রাম চালাতে গুণতে হবে টাকা    হিলিতে চালের দাম কমেছে কেজিতে ৮ টাকা   ৮ জেলার শীত নিয়ে বড় দুঃসংবাদ    রাবির বি ইউনিটের ফল প্রকাশ   পুঁজিবাজারে সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন    
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু-নিউমোনিয়ায় বিপর্যস্ত সদর হাসপাতাল
শিশু ওয়ার্ডে বাড়তি চাপে চিকিৎসক-সেবিকারা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ৫:৪৫ পিএম

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিউমোনিয়া ও ডেঙ্গু জ্বরে আক্রান্ত শিশু রোগীর সংখ্যা অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন গড়ে সাড়ে ৩০০-এর বেশি শিশু চিকিৎসা নিচ্ছে হাসপাতালটিতে। সীমিত শয্যার কারণে অনেক শিশুকে হাসপাতালের করিডোর ও বারান্দায় মেঝেতে রেখে চিকিৎসা দিতে বাধ্য হচ্ছে কর্তৃপক্ষ।

হাসপাতাল সূত্র জানায়, মাত্র ৩৪ শয্যার শিশু ওয়ার্ডে প্রতিদিন গড়ে ১৩০ জন শিশু ভর্তি থাকছে। এর বাইরে বহির্বিভাগে প্রতিদিন আরও প্রায় দুই শতাধিক শিশু চিকিৎসা নিচ্ছে। ফলে চিকিৎসা ব্যবস্থায় মারাত্মক চাপ সৃষ্টি হয়েছে। হাসপাতালের বারান্দা, করিডোর এমনকি সিঁড়ির ধাপেও দেখা গেছে শিশুসহ অভিভাবকদের অবস্থান করতে।

এই বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের জুনিয়র কনসালট্যান্ট ডা. মাহফুজ রায়হান জানান, "হাসপাতালে আসা বেশিরভাগ শিশু নিউমোনিয়া ও ডেঙ্গু জ্বরে আক্রান্ত। রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় শিশুদের সুস্থ হতে সময় বেশি লাগছে। রোগী চাপ অতিরিক্ত হওয়ায় চিকিৎসক ও নার্সদেরও সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে।

তিনি আরও বলেন, এ অবস্থায় অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে শিশুদের পর্যাপ্ত বিশ্রাম, বিশুদ্ধ পানি পান ও পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে রাখার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

চলমান এ পরিস্থিতিতে শিশুদের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে বলে আশঙ্কা করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা বলছেন, দ্রুত জরুরি ভিত্তিতে শয্যা সংখ্যা বৃদ্ধি, অতিরিক্ত জনবল নিয়োগ ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ নিশ্চিত করা না গেলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।
এদিকে, স্থানীয়রা হাসপাতালের এ পরিস্থিতি অব্যবস্থাপনার ফল বলে মনে করছেন। তারা দ্রুত সমন্বিত উদ্যোগ গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

 এ বিষয়ে চাঁপাইনবাবগন্জ জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মাসুদ পারভেজ জানান রোগীর চাপ আছে,তবে আমাদের ডাক্তার ও সেবিকারা আপ্রাণ চেষ্টা করছেন যাতেৃ কোন রোগীর অসুবিধা না হয়। 



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com