প্রকাশ: শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ৭:৩৭ পিএম

গোপালগঞ্জে এনসিপির সমাবেশ পরবর্তী সহিংসতার জেরে জারি করা কারফিউর সময় শিথিলের পর আবারও বাড়ানো হয়েছে।
শনিবার (১৯ জুলাই) জেলা প্রশাসনের বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
জেলা প্রশাসনের বিবৃতিতে বলা হয়, কারফিউ শনিবার রাত ৮টা থেকে রবিবার (২০ জুলাই) সকাল ৬টা পর্যন্ত বলবৎ থাকবে। এর আগে, শনিবার সকাল থেকে রাত ৮টা পর্যন্ত সাধারণ জনগণের চলাচলের সুবিধার্থে কারফিউ শিথিল করা হয়েছিল।
বুধবার এনসিপির সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জ শহরে হামলা, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসন প্রথমে ১৪৪ ধারা জারি করে এবং পরে সেদিন সন্ধ্যা ৬টা থেকে কারফিউ জারি করে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন কঠোর নজরদারি চালাচ্ছে। পরিস্থিতি স্থিতিশীল হলে কারফিউ পুরোপুরি তুলে নেওয়া হতে পারে।