প্রকাশ: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ৯:১৮ পিএম

প্রতি বছরের মতো ২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফলাফলেও প্রশংসনীয় সাফল্যের ধারা বজায় রেখেছে রাজধানীর পাশে গাজীপুরের টঙ্গীতে স্থাপিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ফিউচার ম্যাপ স্কুল। এ বছর এসএসসি পরীক্ষায় ফিউচার ম্যাপ স্কুল থেকে অংশগ্রহণ করা ৩০ জন শিক্ষার্থীর মধ্যে ১জন গোল্ডেন A+ পাওয়াসহ ০৫ জন জিপিএ-৫, ১৩ জন জিপিএ -৪ (A) গ্রেড, ও ৬ জন ৩.৫০ (A-) গ্রেড পেয়েছে।
এসএসসি পরীক্ষার ফলাফলে প্রশংসনীয় সাফল্যের ধারা অব্যাহত রাখার ব্যাপারে ফিউচার ম্যাপ স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ নাজিমুদ্দিন বলেন, এটি একটি গৌরবময় অর্জন, যা সমন্বিত প্রচেষ্টার ফলে সম্ভব হয়েছে। এ অসাধারণ প্রাপ্তি আমাদের পরীক্ষার্থীদের মেধা, শ্রম ও নিয়মিত অধ্যবসায়ের অনন্য স্বীকৃতি। একই সঙ্গে গঠনমূলক একাডেমিক কার্যক্রম, পাঠোন্নতির নিয়মিত পর্যবেক্ষণ, শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক প্রচেষ্টা এবং অভিভাবকদের সচেতনতার ফলেই ধারাবাহিকভাবে সেরা ফলাফল অর্জন করতে পেরেছে ফিউচার ম্যাপ স্কুল। প্রধান শিক্ষক বলেন, কেবলমাত্র বড় স্কুল,বেশী টাকা খরচ করলেই সেরা পড়ালেখা, সন্তানের সুন্দর ক্যারিয়ার গঠন সম্ভব নয়। সন্তানের সঠিক পড়ালেখা, সঠিক গাইড লাইনের জন্য দরকার অভিজ্ঞ প্রধান শিক্ষক, ডেডিকেটেড শিক্ষক টিম ও সচেতন গার্ডিয়ানের।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোহাম্মদ নাজিমুদ্দিন আরও বলেন, গঠনমূলক একাডেমিক কার্যক্রম, পাঠোন্নতির নিয়মিত পর্যবেক্ষণ, শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক প্রচেষ্টা এবং অভিভাবকদের সচেতনতার ফলেই ফিউচার ম্যাপ স্কুল ধারাবাহিকভাবে সেরা ফলাফল অর্জন করতে পারছে।