
বর্তমানে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম নতুন পররাষ্ট্রসচিবের দায়িত্ব নিচ্ছেন। ওয়াশিংটনে তার স্থলাভিষিক্ত হতে পারেন জেনেভায় জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম।
অন্যদিকে বিদায়ী পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনকে কানাডায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আর জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে পাঠানো হচ্ছে কানাডায় বাংলাদেশের হাইকমিশনার নাহিদা সোবহানকে।
ঢাকা, ওয়াশিংটন, জেনেভা ও অটোয়ার কূটনৈতিক সূত্রগুলো এসব তথ্য জানিয়েছে। এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড এবং কানাডায় নতুন দূতের প্রস্তাব পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তাও এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম নতুন পররাষ্ট্রসচিব হচ্ছেন। তার জায়গায় নতুন রাষ্ট্রদূত হিসেবে পেশাদার এক কূটনীতিকের এগ্রিমো ওয়াশিংটনে পাঠানো হয়েছে। কানাডা এবং সুইজারল্যান্ডে রাষ্ট্রদূতদের স্টেশন পরিবর্তন হচ্ছে। সংশ্লিষ্ট দেশগুলো প্রস্তাবিত এগ্রিমো গ্রহণ করলে সরকার রাষ্ট্রদূত/হাইকমিশনার হিসেবে তাদের দায়িত্বে পাঠাবে।
সব ঠিক থাকলে দেশের ২৮তম পররাষ্ট্রসচিব হিসেবে আগামী সপ্তাহের শুরুতে দায়িত্ব নেবেন পেশাদার কূটনীতিক আসাদ আলম সিয়াম। শিগগরিই তার যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফেরার কথা রয়েছে।
বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৫তম ব্যাচের কর্মকর্তা আসাদ আলম সিয়াম যুক্তরাষ্ট্রের আগে অষ্ট্রিয়ার ভিয়েনায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং ফিলিপাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেওয়ার আগে তিনি রাষ্ট্রাচার প্রধানের দায়িত্ব পালন করেছেন।
যুক্তরাষ্ট্রের জন্য রাষ্ট্রদূত হিসেবে প্রস্তাবিত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৭তম ব্যাচের কর্মকর্তা। তিনি এর আগে শ্রীলঙ্কায় বাংলাদেশের হাইকমিশনার ছিলেন। বর্তমানে তিনি জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি। এর আগে উপস্থায়ী প্রতিনিধির দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া, তিনি কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশনেও কাজ করেছেন।
অন্যদিকে, বিদায়ী পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন চীন, কাতার এবং গ্রিসে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ত্রয়োদশ ব্যাচের এ কর্মকর্তা নয়াদিল্লি, টোকিও, ওয়াশিংটন ডিসি এবং ইসলামাবাদেও বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।
জাতিসংঘের সদর দপ্তরে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে প্রস্তাবিত নাহিদা সোবহান বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৫তম ব্যাচের কর্মকর্তা। তিনি কানাডার আগে জর্ডানে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। রাষ্ট্রদূত হিসেবে সিরিয়া ও ফিলিস্তিনেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি জেনেভা, রোম ও কলকাতায় বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।