প্রকাশ: রবিবার, ১৫ জুন, ২০২৫, ৪:৩৭ পিএম আপডেট: ১৫.০৬.২০২৫ ৪:৩৯ PM

ইসরায়েল ও ইরানের মধ্যকার পাল্টাপাল্টি হামলায় ক্রমেই ঘনীভূত হচ্ছে মধ্যপ্রাচ্যের উত্তেজনা। সামরিক স্থাপনার পাশাপাশি বেসামরিক অবকাঠামোও গুঁড়িয়ে যাচ্ছে এই সংঘাতে। প্রাণহানির ঘটনা বাড়ায় সর্বাত্মক যুদ্ধের শঙ্কা বাড়ছে। এমন পরিস্থিতিতে বিশ্ব শক্তিগুলো উদ্বেগ প্রকাশ করছে— কেউ ইসরায়েলকে দায়ী করছে, আবার কেউ ইরানকে।
এই প্রেক্ষাপটে উত্তেজনা কমাতে ইরানকে আলোচনার টেবিলে বসার প্রস্তাব দিয়েছে ইউরোপের তিন প্রভাবশালী দেশ— জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য। মূলত তেহরানের পারমাণবিক কর্মসূচিকে ঘিরে এই আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে।
জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফুল এক বিবৃতিতে জানান, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ইরান-ইসরায়েল উত্তেজনা কমাতে জার্মানি সরাসরি ভূমিকা রাখার চেষ্টা করছে। তিনি বলেন, “আমরা ইরানকে পারমাণবিক কর্মসূচি নিয়ে তাৎক্ষণিক আলোচনার আহ্বান জানাচ্ছি। আমি আশাবাদী যে, তেহরান এবার গঠনমূলক আলোচনায় অংশ নেবে।”
জার্মান পাবলিক ব্রডকাস্টার এআরডি-কে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়াদেফুল বলেন, “এই অঞ্চলে শান্তি ফেরাতে এটি গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। আমরা চাই না ইরান এ অঞ্চলের জন্য, ইসরায়েল রাষ্ট্রের জন্য কিংবা ইউরোপের জন্য কোনো হুমকি হয়ে উঠুক।”
বিশ্লেষকরা বলছেন, ইউরোপীয় দেশগুলোর এমন উদ্যোগ কূটনৈতিকভাবে চাপ সৃষ্টি করলেও বাস্তবিক অগ্রগতি নির্ভর করছে তেহরানের সদিচ্ছার ওপর। এরই মধ্যে সৌদি আরব, তুরস্ক, কাতারসহ বহু মুসলিমপ্রধান দেশ ইসরায়েলের আগ্রাসী ভূমিকাকে দায়ী করে শান্তি চুক্তির আহ্বান জানিয়েছে।