প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ১১:১০ পিএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি ফারুক আহমেদের ওপর অনাস্থা জানিয়ে জাতীয় ক্রীড়া পরিষদকে চিঠি দিয়েছেন ৮ জন পরিচালক।
এই বিষয়ে একাধিক পরিচালকের কাছে সহযোগী একটি গণমাধ্যমে সত্যতা জানতে চাইলে তাদের অধিকাংশ ‘নো কমেন্টস’ বলে এড়িয়ে যেতে যান। তবে আরেকজন পরিচালক বলেন, 'নো কমেন্ট মানে বুঝে নেন, এমন কিছু হয়েছে। আকরাম খান ছাড়া আমরা বাকি সবাই অনাস্থা জানিয়েছি।' তিনি আরো বলেন, 'নাটক তো এখনো বাকি আছে। দেখেন আগামীকাল কী ঘটে।'
৮ পরিচালকের সাক্ষর করা চিঠিটিতে তারিখ দেয়া হয়েছে ২৮ মে, অর্থাৎ গতকাল বুধবারের। সেদিনই যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়ার সঙ্গে কথা হয় বিসিবি সভাপতি ফারুক আহমেদের। আজ তিনি গণমাধ্যমকে জানান, ক্রীড়া উপদেষ্টা তাকে 'কন্টিনিউ' না করার কথা বলেছেন। বিসিবি সভাপতি হিসেবে তাঁর সুনির্দিষ্ট ব্যর্থতা উল্লেখ না করায় আজ বিকেল পর্যন্ত পদত্যাগ না করার সিদ্ধান্তেই অটল তিনি, 'আমাকে আমার ব্যর্থতার কথা বলতো, তাহলে বুঝতাম যে আমি কোথায় কোথায় ভুল করেছি। কিন্তু সেসব কিছুই নয়। আমাকে শুধু বলা হয়, ওপরমহল আমাকে আর চাইছে না। আমি কোনো ক্রিকেটীয় কারণ এর মধ্যে খুঁজে পাইনি। তাই পদত্যাগ করারও কোনো কারণ দেখছি না। কারণ না থাকলে আমি কেন পদত্যাগ করতে যাবো।'