প্রকাশ: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ৮:৪৭ পিএম

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা জাসাস এর সিনিঃ যুগ্ম আহবায়ক শাহাজান আলী মোড়লের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মহিলাদের ঝাঁড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ এপ্রিল-২৫) সকালে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মহিলারা ঝাঁড়ু মিছিল করে।
জানাগেছে, অত্র ইউনিয়নের চেয়ারম্যান ও বিএনপি নেতা জাহাঙ্গীর আলমের পেটুয়া বাহিনী পূর্ব পরিকল্পিতভাবে হামলা চালায়ে ও কুপিয়ে রক্তাক্ত যখম করে শাহাজান আলী মোড়ল (৪৫) ও তার ভাই এন্তাজ আলী মোড়ল (৫১)। তারা বিষ্ণুপুর গ্রামের মৃত ওয়াজেদ আলী মোড়ল এর ছেলে। গত ১২ এপ্রিল রাত আনুঃ ৯টায় বিষ্ণুপুর জামে মসজিদ থেকে এশার নামাজ শেষে নিজ বাড়িতে ফিরছিলো।
এসময়ে পিছন থেকে তাকে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত যখম করে ফিরোজ হোসেন, আশরাফুল ইসলাম, মোস্তফা, সফির উদ্দীনসহ চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের পেটুয়া বাহিনীর সদস্যরা। এঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন শাহাজান আলী মোড়লের স্ত্রী তাসলিমা খানম বাদী হয়ে কালিগঞ্জ থানায় এজাহার দায়ের করেছে। এব্যাপারে থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমানের নিকট জানতে চাইলে তিনি বলেন অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।