শুক্রবার ৫ ডিসেম্বর ২০২৫ ২০ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: বাংলাদেশে এলো তারেক রহমানের বুলেটপ্রুফ গাড়ি, দাম কত?   হেলিকপ্টারে বিমানবন্দর যাবেন খালেদা, মধ্যরাতে আসছে এয়ার অ্যাম্বুলেন্স   নড়াইল-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মনিরুল ইসলাম   লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীরের সঙ্গে ইউএই রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ    পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন   কেরাণীগঞ্জে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া   খালেদা জিয়ার সুস্থতা কামনায় সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন'র দোয়া মাহফিল    
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
ব্যয়বহুল ভ্রমণ করায় ইরানের ভাইস প্রেসিডেন্ট বরখাস্ত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, ৯:৪০ পিএম

সংসদ বিষয়ক ভাইস প্রেসিডেন্ট সারাম দাবিরিকে বরখাস্ত করেছের ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান। 

শনিবার (৫ এপ্রিল) তিনি এ সিদ্ধান্ত নেন।

সদ্যই সাবেক হওয়া ভাইস প্রেসিডেন্ট সারাম দাবিরি ও তার স্ত্রীর ঘোরাঘুরির কয়েকটি ছবি ভাইরাল হয়েছে। এসব ছবিতে দেখা গেছে তিনি ইরানি নতুন বর্ষের সময় আর্জেন্টিনা ও অ্যান্টার্টিকা মহাদেশে ঘুরতে গেছেন।

ইরান যখন অর্থনৈতিক মন্দার মধ্যে দিয়ে যাচ্ছে তখন তার এমন ব্যয়বহুল ভ্রমণ সাধারণভাবে নেননি দেশটির সাধারণ মানুষ। এ নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হওয়ার পর আজ শনিবার তাকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সরকারি এক বিজ্ঞপ্তিতে তিনি বলেছেন, “যদি তিনি ব্যক্তিগত খরচেও ঘুরে থাকেন, কিন্তু আমাদের দেশের অনেক মানুষ দুরবস্থার মধ্যে বাস করেন এবং দেশের ওপর অর্থনৈতিক চাপ যখন অনেক প্রবল তখন তার এই ভ্রমণ কোনোভাবেই ন্যায়সঙ্গত হতে পারে না।”

সামাজিক মাধ্যমে ছবিগুলো ভাইরাল হওয়ার পর বরখাস্ত হওয়া সাবেক ভাইস প্রেসিডেন্ট প্রকাশ্যে কোনো কথা বলেননি। তবে রাষ্ট্রায়ত্ত্ব বার্তাসংস্থা ইরনাকে তার দপ্তরের এক কর্মকর্তা গত ২৫ মার্চ বলেন, এ ছবিগুলো এ বছরের নয়। এগুলো গত বছরের। তিনি ওই সময় ভাইস প্রেসিডেন্ট ছিলেন না।

সাবেক ভাইস প্রেসিডেন্টকে স্ত্রীসহ ‘প্ল্যানসিয়াস’ নামে একটি প্রমোদতরীর সামনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। ব্যয়বহুল এ জাহাজটি ২০০৯ সাল থেকে অ্যান্টার্টিকায় মানুষদের ঘুরিয়ে নিয়ে আসছে। যেটিতে চড়তে বর্তমানে একেকজনকে ৩ হাজার ৮৮৫ ইউরো খরচ করতে হয়। যা বাংলাদেশি অর্থে ৫ লাখ টাকার বেশি।

৬৪ বছর বয়সী সারাম দাবিরি পেশায় আগে একজন চিকিৎসক ছিলেন। এছাড়া তিনি বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কাছের লোক হিসেবেও পরিচিত। গত বছরের আগস্টে তাকে নিজের সংসদ বিষয়ক ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেন মাসুদ পেজেশকিয়ান। ছবিগুলো ভাইরাল হওয়ার পর প্রেসিডেন্টের কাছের অন্য ব্যক্তিরা সারাম দাবিরিকে সরিয়ে দেওয়ার অনুরোধ করেন।

এদিকে এর আগে ২০২০ সালে অর্থ সংক্রান্ত বিষয়ে গ্রেপ্তার হয়েছিলেন এই সাবেক ভাইস প্রেসিডেন্ট। যদিও পরবর্তীতে তার বিরুদ্ধে এ মামলা তুলে নেওয়া হয়।

ইরানের অনেক মানুষ দারিদ্রতার মধ্যে বাস করেন। দেশটিতে চারজনের একটি পরিবারের বর্তমান মাসিক আয় ২০০ ডলার। যা বাংলাদেশি অর্থে প্রায় ২৫ হাজার টাকার সমান।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com