প্রকাশ: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ৫:৪৮ পিএম

২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে ঝিকরগাছায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (২৫মার্চ) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ কনফারেন্স আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার, প্রাণী সম্পদ অফিসার ডাঃ মাসুমা আক্তার, থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাহাঙ্গীর আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুর রশিদ, বিআরডিবি কর্মকর্তা মাহমুদুল হাসান, প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, ছাত্র প্রতিনিধি মাহমুদ হাসান।
এসম উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, গণমাধ্যমকর্মীবৃন্দ, ছাত্র প্রতিনিধিবৃন্দ, উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, হিন্দু, বৌদ্ধ,খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে শহিদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।