সোমবার ১৪ জুলাই ২০২৫ ৩০ আষাঢ় ১৪৩২

শিরোনাম: সাবেক ডিএমপি কমিশনারসহ ৮ আসামির বিচার শুরু   নিহত সোহাগকে নিয়ে ভারতীয় গণমাধ্যমে মিথ্যা খবর প্রকাশ: প্রেস উইং   ময়মনসিংহে ২ শিশুসহ মাকে গলা কেটে হ‍ত‍্যা   আজ থেকে টানা ৩ দিন বৃষ্টি হতে পারে   শ্রীলংকাকে বড় ব্যবধানে হারিয়ে যা বললেন লিটন   বিএনপিকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না: মির্জা ফখরুল   আজ থেকে সারা দেশে চিরুনি অভিযান শুরু   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
বিএনপি নেতার বাড়ি থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ৩
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ৫:২২ পিএম

কুষ্টিয়ার খোকসায় এক বিএনপির নেতার বাড়িতে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। এসময় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

সোমবার (২৪ মার্চ) দিনগত রাতে উপজেলার ওসমানপুর ইউনিয়নের ওসমানপুর গ্রামে সেনাবাহিনীর রওশন আরা রেজিমেন্ট আর্টিলারি দল এই অভিযান চালায়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, ওসমানপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শহিদুল ইসলাম, তার ভাই জিল্লুর রহমান ও ভাতিজা জ্যাকি। অভিযানে তাদের বাড়ি তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, পাঁচটি গুলি ও বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র পাওয়া যায়।

এ বিষয়ে জানতে চাইলে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, সেনাবাহিনীর একটি দল ওসমানপুর গ্রামে অভিযান চালিয়ে অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করে। তাদের থানায় হস্তান্তর করা হয়েছে। মামলা হয়েছে।

অপরদিকে ভেড়ামারায় এক বিএনপির নেতার বাড়িতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও গুলি জব্দ করা হয়েছে। রোববার দিবাগত রাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের আড়কান্দি গ্রামে পুলিশ ও সেনাবাহিনীর একটি যৌথ দল এই অভিযান চালায়। গ্রামটিতে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে উত্তেজনা চলছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, ভেড়ামারা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রোকনুজ্জামান রোকন ও তার ভাই কাঁকন। তাদের কাছে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১১টি গুলি পাওয়া যায়। অস্ত্র জব্দের ঘটনায় রোকন ও কাঁকনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শহীদুল ইসলাম জানান, সেনাবাহিনীর একটি দল আড়কান্দি গ্রামে অভিযান চালিয়ে রোকন ও কাঁকনকে অস্ত্রসহ গ্রেপ্তার করে।

এদিকে আড়কান্দি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত শনিবার রাত থেকে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে উত্তেজনা চলছে। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামীম আহমেদের ছেলে হিমেলের সমর্থকদের গুলিতে স্থানীয় বিএনপির নেতা আব্দুল করিমের সমর্থক ফিরোজ আলী গুলিবিদ্ধ হন। 

এ সময় উভয় পক্ষ থেকে গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের অভিযোগ ওঠে। এরপরই বিএনপির নেতা-কর্মীরা একজোট হয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেন। এ সময় তিনটি প্রাইভেট কার ও একটি মোটর সাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। বাড়ির সামনে থাকা সিসি ক্যামেরা ও এসি ভাঙচুরও করা হয়।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com