রবিবার ২২ জুন ২০২৫ ৭ আষাঢ় ১৪৩২

শিরোনাম: ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে ইসি   ২৪ ঘণ্টায় করোনায় ২ জনের মৃত্যু   নির্বাচনে আ.লীগ থাকবে কি না সিদ্ধান্ত নির্বাচন কমিশনের: বিবিসিকে প্রধান উপদেষ্টা   অন্তর্বর্তী সরকার ভালো কাজ করছে: মির্জা ফখরুল   যুদ্ধকালীন ক্ষমতা ছাড়লেন খামেনি   বাংলাদেশের জন্য বিশ্বব্যাংকের নতুন ৫০ কোটি ডলারের ঋণ অনুমোদন   সরকারের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: সিইসি   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
কাপাসিয়ায় আমেরিকা প্রবাসীর বাড়িতে লুট
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ৪:১৩ পিএম

গাজীপুরের কাপাসিয়ায় এক আমেরিকা প্রবাসীর বাড়ী থেকে সর্বস্ব লুট করেছে দুর্বৃত্তরা। 

এ ঘটনায় কাপাসিয়া থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী পরিবার।
 
ভুক্তভোগী পরিবারের পক্ষে গাজীপুরের কাপাসিয়া লোহাদী গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মো. তানজিল (২৫) এর লিখিত অভিযোগে জানান,
আমার চাচা মাহামুদ মঞ্জু (৬৪), পিতা- মৃত শাহাব উদ্দিন দীর্ঘ ৪০ বৎসর যাবৎ আমেরিকায় বসবাস করছেন। 

তিনি বিদেশে কর্মরত থাকায় তার সম্পত্তি ও বাড়ির দেখভাল আমি ও আমার পরিবার করি। কিন্তু দুঃখজনকভাবে গত ১৬/০৩/২০২৫ খ্রি. রাতে আমার চাচার বাড়িতে ভয়াবহ চুরির ঘটনা ঘটে। চোরেরা বাড়ির প্রধান দরজার তালা কেটে ভেতরে প্রবেশ করে এবং মূল্যবান জিনিশপত্র ও মালামাল চুরি করে নিয়ে যায়।

 আমি ১৬/০৩/২০২৫ খ্রি. বিকেলে মেইন দরজা খুলে ঘরের ভিতরে পেঁপে ও কলা রেখে তালা লাগিয়ে আসি, পরের দিন সকালে আমার মা পানির মটর চালু করতে চাবি নিয়ে যাওয়ার পরে তিনি দেখেন মেইন দরজা খুলা। তিনি প্রবেশ করে দেখেন ড্রইং রুম সম্পূর্ণ খালি, তিনি সাথে সাথে আমাকে ডাকেন। পরে আমি আমার দাদা-দাদু ও প্রতিবেশীরা এসে দেখতে পাই যে, ভিতরে থাকা ১টি ছোট ফ্রিজ, ১টি ডাইনিং টেবিল, ১৭টি চেয়ার, ৩টি ছোট টেবিল, ৪টি ফ্যান ও ৫টি বাতি চুরি হয়। এছাড়াও দেখতে পাই চোরেরা বাড়ির ভিতরের বিদ্যুৎ সংযোগের তার কেটে নিয়ে গেছে। 

এলাকাবাসী জানান, বিগত দুই মাস পূর্বে এই বাড়িতে আরেকটি চুরির ঘটনা ঘটেছিল। ওই সময় পল্লী বিদ্যুৎ এর ট্রান্সফরমার, ১টি বাইসাইকেল, ১টি মনিটর, কিছু মূল্যবান ইলেক্ট্রনিক জিনিশপত্র চুরি করে নিয়ে যায়।এবারের চুরির মাত্রা এতটাই ভয়াবহ যে,  আমাদের জান-মালের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। 

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোঃ আ: হালিম বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিভিন্ন লোকের মাধ্যমে জানতে  পারি, এই বাড়ীতে আরো কয়েকবার চুরি হয়েছে। বাড়ির পাশে একটি কমিউনিটি ক্লিনিকে তিনবার চুরি হয়েছে। ক্লিনিকের ফ্যান, সাব মারসেবল পাম্প, টিউবওয়েল, ব্যাটারি, সোলার প্যানেল, নগদ কিছু টাকা চুরি হয়েছে। অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আসামি গ্রেফতারের চেষ্টা করছি।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com