রবিবার ১৪ ডিসেম্বর ২০২৫ ২৮ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: সুদানে ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, প্রধান উপদেষ্টার গভীর শোক প্রকাশ    মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের বেড়িবাঁধে অবৈধ বালু পাইপলাইন উচ্ছেদ   কানসাটে অসময়ের কাটিমন আম, মণপ্রতি ১৬ হাজার টাকা   ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ   ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে টাঙ্গাইলে বিএনপির বিক্ষোভ   হাদিকে গুলি করার প্রতিবাদে তিতাস উপজেলা বিএনপি বিক্ষোভ   ঝিকরগাছায় জমি নিয়ে চাচা ভাতিজার বিরোধ, কবরস্থান দখলের পর স্থাপনা নির্মাণে বাধা    
http://www.dailyvorerpata.com/ad/1763085968.gif
গাজায় যুদ্ধবিরতি ফেরাতে নতুন প্রস্তাব মিসরের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ৪:০০ পিএম

গাজার যুদ্ধবিরতি পুনরুদ্ধারে একটি নতুন প্রস্তাব উত্থাপন করেছে মিসর। নিরাপত্তা সূত্রগুলো সোমবার (২৪ মার্চ) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, প্রস্তাবটি গত সপ্তাহে দেওয়া হয়েছে। 

এর মধ্যেই ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত ৬৫ জন নিহত হয়েছে। এ নিয়ে নতুন করে শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলা ও গোলাবর্ষণে প্রায় ৭০০ ফিলিস্তিনি নিহত হয়েছে, যার মধ্যে অন্তত ৪০০ জন নারী ও শিশু। রয়টার্স এ খবর জানিয়েছে।

গত ১৮ মার্চ হামাসের বিরুদ্ধে নতুন করে বিমান ও স্থল অভিযান শুরু করে ইসরায়েল। এর আগে ১৫ মাস ধরা চলা যুদ্ধে বিরতি দিয়েছিল হামাস ও ইসরায়েল। যার ফলে টানা দুই মাস তুলনামূলক শান্ত পরিবেশ ছিল।

মিসরের নতুন পরিকল্পনায় বলা হয়েছে, হামাস প্রতি সপ্তাহে পাঁচজন ইসরায়েলি বন্দিকে মুক্তি দেবে এবং প্রথম সপ্তাহের পর ইসরায়েল যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ কার্যকর করবে, দুইটি নিরাপত্তা সূত্র এ তথ্য জানিয়েছে।

হামাসের হাতে বর্তমানে ৫৯ জন ইসরায়েলি বন্দি রয়েছে, যাদের মধ্যে ২৪ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার সময় মোট ২৫০ জনকে বন্দি করা হয়েছিল। এর মধ্যে বেশিরভাগই পরবর্তী সময়ে মুক্তি পেয়েছে বা তাদের মৃতদেহ ফেরত দেওয়া হয়েছে।

নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও হামাস উভয়ই এই প্রস্তাবে সম্মত হয়েছে। তবে ইসরায়েল এখনও কোনও প্রতিক্রিয়া জানায়নি।

এক হামাস কর্মকর্তা রয়টার্সকে বলেন, বিভিন্ন প্রস্তাব নিয়ে মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা চলছে, যাতে সমঝোতার মাধ্যমে একটি সাধারণ ভিত্তি খুঁজে পাওয়া যায়, যা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে পৌঁছানোর পথ তৈরি করবে।

সূত্রগুলো জানিয়েছে, মিসরের প্রস্তাবে ইসরায়েলের সেনা প্রত্যাহারের একটি নির্দিষ্ট সময়সূচি অন্তর্ভুক্ত রয়েছে, যা যুক্তরাষ্ট্রের নিশ্চয়তার মাধ্যমে বাস্তবায়িত হবে। এর বিনিময়ে হামাস অবশিষ্ট বন্দিদের মুক্তি দেবে।

হামাস ইসরায়েলের বিরুদ্ধে জানুয়ারি মাসের যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গের অভিযোগ এনেছে। তবে সংগঠনটি নতুন করে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য আগ্রহ প্রকাশ করেছে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের প্রস্তাবগুলো পর্যালোচনা করছে।

ইসরায়েল বলছে, তারা গাজায় অভিযান চালিয়ে যাচ্ছে, যাতে হামাসের হাতে থাকা বাকি বন্দিদের মুক্তি নিশ্চিত করা যায়।

সোমবার হামাস একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে ৩৫ বছর বয়সী এলকানা বোহবট ও ২৪ বছর বয়সী ইউসেফ হাইম-ওহানাকে দেখা গেছে, যারা ৭ অক্টোবর নোভা মিউজিক ফেস্টিভাল থেকে অপহৃত হয়েছিল।

ইসরায়েল দাবি করছে, তারা বেসামরিক নাগরিকদের ক্ষতি কমানোর সর্বোচ্চ চেষ্টা করছে এবং গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের প্রকাশিত মৃত্যুর সংখ্যা প্রশ্নবিদ্ধ বলে মনে করছে।

ফিলিস্তিনি কর্মকর্তারা রবিবার জানিয়েছেন, প্রায় ১৮ মাস ধরে চলা সংঘাতে এখন পর্যন্ত ৫০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।

ইসরায়েলের হামাসবিরোধী অভিযানের পর গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহতে মানবিক সংকট চরম আকার ধারণ করেছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, টেল আল-সুলতান জেলায় হাজার হাজার মানুষ আটকা পড়েছে, যেখানে কিছু ইসরায়েলি সামরিক বাহিনী প্রবেশ করেছে। ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়া পরিবারগুলোর কাছে পানি, খাদ্য ও ওষুধ কিছুই নেই।

ফিলিস্তিনি সিভিল ইমার্জেন্সি সার্ভিস জানিয়েছে, রাফাহ শহরে প্রায় ৫০ হাজার বাসিন্দা অবরুদ্ধ অবস্থায় রয়েছে।

এদিকে জাতিসংঘের শরণার্থী সংস্থা-ইউএনআরডব্লিউএ জানিয়েছে, সাম্প্রতিক সহিংসতায় নতুন করে ১ লাখ ২৪ হাজার ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইউএনআরডব্লিউএ জানিয়েছে, পরিবারগুলো তাদের যা কিছু ছিল তা নিয়ে পালিয়ে যাচ্ছে, কিন্তু তাদের কোনও আশ্রয় নেই, নিরাপত্তা নেই, কোথাও যাওয়ার জায়গা নেই। ইসরায়েলি কর্তৃপক্ষ সব ধরনের সাহায্য বন্ধ করে দিয়েছে। খাদ্য সংকট তীব্র আকার ধারণ করেছে এবং দামের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের পক্ষে কিছু কেনা সম্ভব হচ্ছে না। এটি সম্পূর্ণ মানবিক বিপর্যয়।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





http://www.dailyvorerpata.com/ad/1763086027.gif

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/1765376223.jpg
http://www.dailyvorerpata.com/ad/1763085829.gif
http://www.dailyvorerpata.com/ad/1763085901.jpg
http://www.dailyvorerpata.com/ad/1763091212.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com