শনিবার ৬ ডিসেম্বর ২০২৫ ২১ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: এন্ডোসকপির পর খালেদা জিয়ার রক্তক্ষরণ বন্ধ, শাশুড়িকে দেখে মায়ের বাসায় জোবাইদা   আগামীর বাংলাদেশ হবে কুরআনের বাংলাদেশ: জামায়াত আমির   খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়ার আয়োজন রাষ্ট্রপতির   খালেদা জিয়াকে লন্ডন নিতে জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স    বাংলাদেশে এলো তারেক রহমানের বুলেটপ্রুফ গাড়ি, দাম কত?   হেলিকপ্টারে বিমানবন্দর যাবেন খালেদা, মধ্যরাতে আসছে এয়ার অ্যাম্বুলেন্স   নড়াইল-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মনিরুল ইসলাম   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
হান্নান মাসউদের ওপর হামলা, মাঝরাতে মুখোমুখি অবস্থানে দুপক্ষ
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ৯:৩৭ AM

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বিএনপির নেতাকর্মীদের হামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদসহ অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

‘বিএনপির সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে’ এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন মাসউদ। 

সোমবার (২৪ মার্চ) রাত সাড়ে ১১ টা পর্যন্ত জাহাজমারা বাজারে উভয়পক্ষ মুখোমুখি অবস্থান করছে বলে জানায় পুলিশ।

জাতীয় নাগরিক পার্টির নেতা আবদুল হান্নান মাসউদ হাতিয়ার সন্তান। গতকাল রোববার দিনব্যাপী তিনি উপজেলার বুড়িরচর ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সঙ্গে দেখা করেন। তবে সোমবার সন্ধ্যায় জাহাজমারা বাজারে গেলে বিএনপির নেতাকর্মীরা তার জনসংযোগে বাধা ও হামলা করে। এরপর থেকেই অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়কে অবস্থান করছেন আবদুল হান্নান মাসউদ। রাত সাড়ে ১১ টা পর্যন্ত তার অবস্থান কর্মসূচি চলছিল।

হান্নান মাসউদ জানিয়েছেন, স্থানীয় বিএনপি নামধারী কিছু লোকের নেতৃত্বে ওই হামলার ঘটনা ঘটে। হামলায় তিনিসহ এসসিপির ২০ জন সমর্থক আহত হয়েছেন।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাতিয়া উপজেলার সমন্বয়ক ইউসুফ রেজা ঢাকা পোস্টকে বলেন, “হান্নান মাসউদ ভাইয়ের শান্তিপূর্ণ গণসংযোগে বিএনপির নেতাকর্মীরা হামলা করে। ফলে থমথমে পরিবেশ তৈরি হয়। হান্নান ভাই বর্তমানে বাজারের মাঝখানে সড়কে অবস্থান কর্মসূচি পালন করছেন। তার ওপর হামলা হয়েছে। অপরাধীরা বাজারের অপর পক্ষে অবস্থান করছে। অপরাধীদের গ্রেপ্তার না করা পর্যন্ত এই অবস্থান কর্মসূচি চলবে।”

হামলার বিষয়ে আবদুল হান্নান মাসউদ ঢাকা পোস্টকে বলেন, “আমরা মানুষের সঙ্গে কথা বলছিলাম। এমন সময় বিএনপি থেকে বহিষ্কৃত কয়েকজন মিছিল নিয়ে আমাদের মিটিংয়ে ঢুকে যায়। তারা আমাদের লোকজনের ওপর হামলা চালায়। এতে আমাদের কয়েকজন আহত হয়েছেন। মূলত আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে বিএনপির সন্ত্রাসীরা। হামলার সঙ্গে জড়িত চিহ্নিত চাঁদাবাজদের আইনের আওতায় আনার দাবিতে আমরা সড়কে অবস্থান নিয়েছি।”

এ ব্যাপারে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুল্লাহিল মজিদ নিশান ঢাকা পোস্টকে বলেন, “সন্ধ্যার আগে উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুর রবকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। এর প্রতিবাদে জাহাজমারা বাজারে একটি প্রতিবাদ মিছিল বের করে বিএনপির নেতাকর্মীরা। মিছিলটি পশ্চিম দিক থেকে পূর্ব দিগে গেলে আব্দুল হান্নান মাসুদের পথসভার সামনে পড়ে। এতে সামান্য উত্তেজেনা দেখা দেয়।”

অপরদিকে হাতিয়া উপজেলা বিএনপির সভাপতি ফজলুল হক খোকন বলেন, “বর্তমানে আব্দুল হান্নান মাসউদ যাদের নিয়ে ঘুরছেন তারা আওয়ামী লীগ ও স্বৈরাচারের দোসর। তাদের মধ্যে কোনো ঝামেলা হতে পারে। এর বেশি কিছু আমাদের জানা নাই।”

হাতিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা বলেন, “খবর পেয়ে আমি নিজেই ঘটনাস্থলে যাই। বর্তমানে আমি জাহাজমারা বাজারে আছি। আমার দুই পাশে দুই পক্ষের লোকজন মুখোমুখি অবস্থানে আছে।”



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com