শনিবার ৩১ জানুয়ারি ২০২৬ ১৭ মাঘ ১৪৩২

শিরোনাম: আর্থিক সংকটে পঙ্গু হতে চলেছে জাতিসংঘ, সতর্কবার্তা গুতেরেসের   তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণায় শর্মিলা রহমান   বাংলাদেশের সমর্থনে পাকিস্তান সরে গেলে বিশ্বকাপ খেলবে ‘উগান্ডা’   শুনলাম একটা দল নাকি ৪০ লাখ বোরকা বানাইসে: মির্জা আব্বাস   যারাই বিভ্রান্ত করতে আসবে দেখামাত্র বলবেন, ‘গুপ্ত’ তোমরা: তারেক রহমান   ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস!   ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতাদের মধ্যে ভাগ্যবান যারা!   
আ. লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ও নিবন্ধন বাতিলের দাবি নাহিদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ১০:১৯ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসনের নানা ধরনের ষড়যন্ত্র দেখতে পাচ্ছি। জাতীয় নাগরিক পার্টি সুস্পষ্টভাবে তাদের অবস্থান ব্যক্ত করেছে।

আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা হলে এনসিপি তা রুখে দেবে।  

সোমবার (২৪ মার্চ) নারায়ণগঞ্জে জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিলে ভার্চু্যয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, এতকিছুর পরে আওয়ামী লীগ আর রাজনৈতিক দল হিসেবে বিবেচিত হতে পারে না। আমরা সরকারের কাছে আওয়ামী লীগকে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা ও নিবন্ধন বাতিলের দাবি জানাচ্ছি।

নাহিদ ইসলাম বলেন, নারায়ণগঞ্জ সকল আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জুলাই আন্দোলনেও নারায়ণগঞ্জের ছাত্র-ছাত্রীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমার অনেক ভাই বোন আহত হয়েছেন।

তিনি আরও বলেন, জাতীয় নাগরিক পার্টি একটি নতুন রাজনৈতিক আকাঙ্ক্ষা নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা মানুষের প্রত্যাশা, ভালোবাসা এবং সমর্থন নিয়েই নতুন রাজনীতি করতে চাই।

এনসিপি তিনটি অ্যাজেন্ডা নিয়ে কাজ করছে। আমরা বলেছি জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচার, রাষ্ট্রের কাঠামোর সংস্কার ও নতুন সংবিধানের জন্য গণপরিষদ নির্বাচনের কথা আমরা বলেছি। কারণ আমরা মনে করি বর্তমানের প্রেক্ষাপট ছিল জুলাই আন্দোলন। আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা না হলে আমরা আরেকটি ফ্যাসিবাদ যে দেখবো না তার নিশ্চয়তা নেই।

নাহিদ বলেন, মানুষ পরিবর্তন চায়। মানুষ চায় না একই অবস্থায় আমরা ফিরে যাই। তবে বিভিন্ন রাজনৈতিক দল পুরোনো বন্দোবস্তের দিকেই যাচ্ছে। সংস্কারে অনেকের অনাগ্রহ। তবে জুলাই আন্দোলনে আমরা যারা ছিলাম আমরা সংস্কারের জন্য কাজ করবো। আমাদের নতুন সংবিধান দরকার।  

পুরোনো সংবিধান দিয়ে নতুন বাংলাদেশ চলতে পারে না বলেও উল্লেখ করেন তিনি।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com