রবিবার ১৪ ডিসেম্বর ২০২৫ ২৮ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: সুদানে ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, প্রধান উপদেষ্টার গভীর শোক প্রকাশ    মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের বেড়িবাঁধে অবৈধ বালু পাইপলাইন উচ্ছেদ   কানসাটে অসময়ের কাটিমন আম, মণপ্রতি ১৬ হাজার টাকা   ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ   ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে টাঙ্গাইলে বিএনপির বিক্ষোভ   হাদিকে গুলি করার প্রতিবাদে তিতাস উপজেলা বিএনপি বিক্ষোভ   ঝিকরগাছায় জমি নিয়ে চাচা ভাতিজার বিরোধ, কবরস্থান দখলের পর স্থাপনা নির্মাণে বাধা    
http://www.dailyvorerpata.com/ad/1763085968.gif
অর্থ সংকটে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার জামে মসজিদের নির্মাণ বন্ধ!
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ মার্চ, ২০২৫, ৪:০১ পিএম

চাঁপাইনবাবগঞ্জ পৌরএলাকার জোড়গাচ্ছি জামে মসজিদের অ্যাকাউন্টে অর্থ না থাকায় বাকি কাজ শেষ  করতে পারছেনা মসজিদ কমিটি। এমতাবস্থায় এলাকাবাসী বিত্তশালী ব্যাবসায়ী ও দানশীল  ব্যাক্তিদের সহায়তার জন্য আবেদন করেছেন।

জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার  ৭ নম্বর ওয়ার্ডের জোড়গাচ্ছি এলাকার  জনসাধারণ নিজেরাই অর্থ দিয়ে ৮ কাটা  মাটি ক্রয় করে আধুনিক মানের দোতালা মসজিদ নির্মাণের উদ্যোগ গ্রহন করে। আনুমানিক ৬০/৭০ লাখ টাকা ব্যায় করে অনেকটাই সফলভাবে ৮০% ভাগ কাজ শেষ করেছেন।

 মসজিদ কমেটির সভাপতি মাওলানা আব্দুল মতিন জানান  এলাকার জনসাধারণ বিদেশে অবস্থানরত ভায়েদের প্রচেষ্টাই মুলত মসজিদ নির্মাণে  তাঁরা  অনেকদুর এগিয়ে নিয়ে  গেছেন।  শেষ মুহুর্তের কিছু কাজ অর্থ সংকটের কারনে  আটকে গেছে।  তিনি বিদেশে অবস্থানরত ভাই ও পৌরসভার দানশীল  ব্যাক্তিদের বাকী কাজ সম্পন্ন করতে এগিয়ে আসার আবেদন করেছেন। 

স্থানীয় সমাজসেবক আব্দুল কাদের জানান  মুলত এলাকার মুসুল্লি ও জনসাধারণের  নেতৃত্বে ও  অর্থায়নে ক্রমান্বয়ে এগিয়ে চলছিল মসজিদের নির্মাণ কাজ। এ মসজিদ নির্মাণ হলে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬--৭ ও ৮ নম্বর  ওয়ার্ডের বড়ো অশের  জনসাধারন এ মসজিদে নামাজ আদায় করবেন।

তিনি আরও জানান  আর্থিক সংকটের কারণে বর্তমান মসজিদের  প্লাস্টার টাইলস ওজু খানাসহ আরও কিছু কাজ বন্দ হয়ে গেছে।
 
 নির্মাণকাজ মাঝপথে বন্ধ হয়ে যাওয়ায় মসজিদের চতুর্দিকের ওয়াল ও ফ্লোর ঢালাই না থাকায় নামাজ পড়া নিয়ে দুর্ভোগে পড়েছেন এই মসজিদের মুসল্লিরা। অপরদিকে, মসজিদের নির্মাণকাজ শেষ করতে না পারায় মানসিকভাবে ভেঙে পড়েছে গ্রামবাসী ও মুসল্লিরা।

মসজিদ কমিটির সাধারন সম্পাদক মোঃ শাহ আলম  জানান, বর্তমানে  মসজিদের অ্যাকাউণ্টে অবশিষ্ট আর কোন টাকা না থাকায় অর্থের অভাবে মসজিদটির মেঝে, টাইলস অজুখানা ল্যাট্রিনসহ কিছু কাজ বাকী আছে। অন্তত নামাজ পড়ার উপযোগী করতে প্রায় ২৫/৩০ লাখ টাকার প্রয়োজন। 

স্থানীয় সমাজ সেবক মোঃ আব্দুর রাজ্জাক  বলেন, ‘মসজিদের নির্মাণকাজ শেষ না হওয়ায় মসজিদের এসে নামাজ পড়তে অনেক কষ্ট হচ্ছে। বর্ষার মৌসুমে এবং প্রচন্ড গরমে জামায়াতে নামাজ পড়া খুব কঠিন হয়ে পড়ে।  এখন আল্লাহ জানেন, কবে টাকা-পয়সা জোগাড় হয়ে নির্মাণ কাজ শেষ হবে।’

সরজমিন গেলে  জোড় গাচ্ছি এলাকার  মুসুল্লিরা বলেন, আমরা গ্রামের খেটে-খাওয়া গরিব মানুষ। বড় অংকের টাকা দিয়ে সাহায্য করার সামর্থ্য আমাদের নেই। জানি না মসজিদের নির্মাণকাজ কবে শেষ হবে, শান্তিতে মুসুল্লিরা নামাজ পড়তে পারবেন।

তাই মসজিদের অসম্পূর্ণ কাজ সম্পন্ন করতে দেশ-বিদেশ, সমাজের বিত্তবান এবং ধর্মপ্রাণ মানুষের কাছে আবেদন যে যতটুকু পারেন সাহায্য-সহযোগিতা করে মসজিদটির বাকি কাজ সম্পন্ন করতে সহযোগিতা করুন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





http://www.dailyvorerpata.com/ad/1763086027.gif

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/1765376223.jpg
http://www.dailyvorerpata.com/ad/1763085829.gif
http://www.dailyvorerpata.com/ad/1763085901.jpg
http://www.dailyvorerpata.com/ad/1763091212.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com