বৃহস্পতিবার ২৯ জানুয়ারি ২০২৬ ১৫ মাঘ ১৪৩২

শিরোনাম: ২২ বছর পর আজ রাজশাহী যাচ্ছেন তারেক রহমান   রাজধানীতে বাস চাপায় ব্যাংক কর্মচারীর মৃত্যু    হোয়াটসঅ্যাপ-ফেসবুক-ইনস্টাগ্রাম চালাতে গুণতে হবে টাকা    হিলিতে চালের দাম কমেছে কেজিতে ৮ টাকা   ৮ জেলার শীত নিয়ে বড় দুঃসংবাদ    রাবির বি ইউনিটের ফল প্রকাশ   পুঁজিবাজারে সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন    
মিয়ানমারের ছোঁড়া গুলিতে বাংলাদেশি যুবক আহত
উখিয়া প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ মার্চ, ২০২৫, ১:০৩ পিএম

বান্দরবান জেলার নাইক্ষংছড়ি উপজেলার ঘুমধুমের তুমব্রুতে জাহাঙ্গীর আলম নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। এসময় নুর হোসেন নামে আরো একজন আহত হন। 

শুক্রবার রাত ৯টার দিকে তুমব্রুর ভাজাবনিয়া চিতারকুম নামকস্থানে জিরো লাইনের পাশে এই ঘটনা ঘটে। 

গুলিবিদ্ধ জাহাঙ্গীর আলম বর্তমানে উখিয়ার এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি ইউপির ৩নং ওয়ার্ডের তুমব্রুর উলুবুনিয়া পাড়ার নুরুল কবিরের ছেলে।

আহতের পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে, রাতে ধানক্ষেতে পানি দিতে যায় জাহাঙ্গীর ও নুর হোসেন। এসময় কাঁটাতারের ওপার অর্থাৎ মিয়ানমার থেকে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে বাম পায়ের দুইস্থানে গুলিবিদ্ধ হয় জাহাঙ্গীর। সামান্য আহত হয় নুর হোসেনও।

তবে স্থানীয় কয়েকটি সূত্র বলছে, জাহাঙ্গীর ও নুর হোসেন পণ্য চোরাচালানের সাথে জড়িত। কাঁটাতার অতিক্রম করে পণ্য দেওয়া-নেওয়ার সময় গুলি করেছে মিয়ানমারের ভেতর থেকে।

ধারণা করা হচ্ছে ওপার থেকে আরাকান  আরাকান আর্মির সদস্যরাই তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে। 

ঘুমধুম পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাফর ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি স্থানীয়দের উদ্বৃতি জানান, মিয়ানমারের অভ্যন্তরে প্রবেশ করার চেষ্টার সময় গুলি করা হয় ওপার থেকে। এতে তারা গুলিবিদ্ধ হন। তিনি জানান, জাহাঙ্গীর ও নুর হোসেন মিয়ানমারে কোন চোরাচালানের সাথে জড়িত আছে তা খতিয়ে দেখা হচ্ছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com