প্রকাশ: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫, ১২:২১ পিএম

পবিত্র মাহে রমজান উপলক্ষে পটুয়াখালীর মির্জাগঞ্জে অসহায় ৭০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন চায়না বাংলা কর্পোরেশনের ( সিইও) মশিউর রহমান সবুজ।
গতকাল সোমবার বিকালে উপজেলার আমড়াগাছিয়া এলাকায় তার নিজ গ্রামের লোকজনের মধ্যে এসব উপহার সামগ্রী বিতরণ করে।
এ সময় উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শামীম হাওলাদার এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এতে সার্বিক সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংগঠন মির্জাগঞ্জ ফাউন্ডেশন ও রেড ক্রিসেন্ট সোসাইটি মির্জাগঞ্জ উপজেলা ইউনিট।
বিতরণ শেষে আগত সকল শ্রেণি-পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়াবেন বলে আশ্বস্ত করেন মশিউর রহমান সবুজ।