শনিবার ৬ ডিসেম্বর ২০২৫ ২০ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: এন্ডোসকপির পর খালেদা জিয়ার রক্তক্ষরণ বন্ধ, শাশুড়িকে দেখে মায়ের বাসায় জোবাইদা   আগামীর বাংলাদেশ হবে কুরআনের বাংলাদেশ: জামায়াত আমির   খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়ার আয়োজন রাষ্ট্রপতির   খালেদা জিয়াকে লন্ডন নিতে জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স    বাংলাদেশে এলো তারেক রহমানের বুলেটপ্রুফ গাড়ি, দাম কত?   হেলিকপ্টারে বিমানবন্দর যাবেন খালেদা, মধ্যরাতে আসছে এয়ার অ্যাম্বুলেন্স   নড়াইল-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মনিরুল ইসলাম   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের অঙ্গীকার ডেসকোর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫, ১২:২৬ পিএম

পবিত্র রমজান মাসে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে ডেসকো বোর্ডের চেয়ারম্যান মুহাম্মদ রফিকুল ইসলাম এবং ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ (অব.) এর উপস্থিতিতে কিছু প্রস্তাবনা গৃহীত হয়েছে।

এরই ধারাবাহিকতায় ইতোমধ্যে ডেসকো আওতাধীন এলাকায় সবগুলো পদক্ষেপ ইতিমধ্যে  সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে।

বিদ্যুতের অপচয় রোধ, নিরাপদ ও সাশ্রয়ী ব্যবহারে সচেতন করতে মসজিদের ইমামগণ এবং মসজিদ কমিটির সাথে প্রতিটি বিক্রয় ও বিতরণ বিভাগে মতবিনিময় সভা আয়োজন করা হয়েছে। এছাড়া মসজিদে উপস্থিত মুসল্লিদের বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে বিদ্যুৎ বিভাগ কর্তৃক প্রস্তুতকৃত খুতবা শুক্রবার মুসল্লীদের কাছে খুতবায় এবং পবিত্র রমজানের তারাবিতে উপস্থাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বৈদ্যুতিক দুর্ঘটনা এড়াতে ডেসকোর সকল বিভাগ তাদের আওতাধীন এলাকার মসজিদ পরিদর্শন করে মসজিদের অনুমোদিত লোডের বিপরীতে প্রকৃত লোড নিরূপণ করা ও অনুমোদিত লোডের চেয়ে বেশি ব্যবহারকারী মসজিদসমূহে লোড বৃদ্ধির কার্যক্রম চালমান আছে। 
বিদ্যুতের অপচয় রোধ, নিরাপদ ও সাশ্রয়ী বিদ্যুৎ ব্যবহারে সচেতন করতে ডেসকো এলাকার মার্কেট, শপিংমলের পরিচালনা কমিটির সাথে মতবিনিময় সভা আয়োজন করা হয়েছে। 

এসভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের নির্দেশনা অনুযায়ী মার্কেট এবং বাসা বাড়িতে এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেন্টিগ্রেড এর উপরে রাখার জন্য অনুরোধ করা হয়েছে।

ডেসকোর আওতাধীন সকল ১৩২ কেভি গ্রিড উপকেন্দ্র, ৩৩/১১ কেভি উপকেন্দ্রসমূহের রক্ষণাবেক্ষণ কাজ সিডিউল অনুযায়ী ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

বর্তমানে ৬০৯টি ১১ কেভি ফিডারের মাধ্যমে ডেসকোর আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। ইতোমধ্যে সকল ফিডারের রাইট অফ ওয়ে করা, বিতরণ ট্রান্সফরমারে যথাযথ রেটিং এর এমসিসিবি, ডিওএফসি স্থাপন, লুপ মেরামত ইত্যাদি কাজ সম্পন্ন হয়েছে।

এছাড়া প্রয়োজন অনুযায়ী নতুন বিতরণ লাইন নির্মাণসহ ফিডার বিভাজনের মাধ্যমে ফিডার ওভারলোডের সমস্যা নিরসন করা হয়েছে। এতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হবে।

বিগত গ্রীষ্ম মৌসুমের ট্রান্সফরমারের লোডের তথ্যের ভিত্তিতে আনব্যালেন্সড বিতরণ ট্রান্সফরমারের লোড ব্যালেন্স করার কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। জরুরি পরিস্থিতিতে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার লক্ষ্যে প্রতিটি বিক্রয় ও বিতরণ বিভাগের ট্রান্সফর্মার মজুদ রাখাসহ প্রয়োজনীয় ইকুইপমেন্টের মজুদ নিশ্চিত করা হয়েছে। 

এছাড়াও জরুরি ভিত্তিতে ওভারলোডেড ও ঝুঁকিপূর্ণ বিতরণ ট্রান্সফরমার চিহ্নিত করে নতুন ও উচ্চ ক্ষমতা সম্পন্ন ট্রান্সফরমার উত্তোলন করে উক্ত অভারলোডেড ও ঝুঁকিপূর্ণ বিতরণ ট্রান্সফরমার সমূহ প্রতিস্থাপন করা হচ্ছে। কারিগরী ও সামাজিক পদক্ষেপ গ্রহণের মধ্য দিয়ে গ্রাহকসেবার মান আরও উন্নত করাই ডেসকোর একমাত্র উদ্দেশ্য।

কারিগরী কার্যক্রমের বাইরে ডেসকো আওতাধীন প্রতিটি এলাকায় লিফলেট বিতরণের মাধ্যমে গ্রাহকগণকে সচেতন করার কাজ চলমান রয়েছে। যেমন বিদ্যুতের অপচয় রোধে বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার করতে অনুরোধ করা হয়েছে। দোকানপাট, শপিংমল, পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশনে প্রয়োজনের অতিরিক্ত বাতি ব্যবহার না করার অনুরোধ করা হয়েছে। দিনের বেলায় জানালার পর্দা সরিয়ে সূর্যের আলো ব্যবহার করে বিদ্যুৎ সাশ্রয় সম্ভব।

পিক আওয়ারে রি রোলিং মিল, ওয়াশিং মেশিন, ওয়েল্ডিং মেশিন, ওভেন, ইলেকট্রিক আয়রণসহ অধিক বিদ্যুৎ খরচ হয় এমন যন্ত্রপাতি ব্যবহারে নিরুৎসাহিত করা হয়েছে।

ইজিবাইক, অটো রিক্সা ইত্যাদি অবৈধভাবে চার্জিং হতে বিরত থাকার নির্দেশনা রয়েছে। এবং মনিটরিং এর জন্য ডেসকো এলাকায় টহল টিম রয়েছে। পাশাপাশি এলাকাবাসীকেও এধরণের কোন প্রকার অবৈধ চার্জিং পয়েন্ট দেখলে প্রয়োজনে পরিচয় গোপন রেখে ডেসকো অফিসে জানানোর অনুরোধ করা হয়েছে। বিদ্যুৎ সংযোগ নিরবছিন্ন রাখার স্বার্থে প্রিপেইড মিটারে পর্যাপ্ত ব্যালেন্স রাখার জন্য বলা হয়েছে।

বিদ্যুৎ সংক্রান্ত যেকোন প্রয়োজনে ডেসকোর হট লাইন নম্বর ১৬১২০ এবং স্থানীয় বিক্রয় ও বিতরণ বিভাগের অভিযোগ কেন্দ্রে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে ডেসকো।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com