বৃহস্পতিবার ২৯ জানুয়ারি ২০২৬ ১৫ মাঘ ১৪৩২

শিরোনাম: ২২ বছর পর আজ রাজশাহী যাচ্ছেন তারেক রহমান   রাজধানীতে বাস চাপায় ব্যাংক কর্মচারীর মৃত্যু    হোয়াটসঅ্যাপ-ফেসবুক-ইনস্টাগ্রাম চালাতে গুণতে হবে টাকা    হিলিতে চালের দাম কমেছে কেজিতে ৮ টাকা   ৮ জেলার শীত নিয়ে বড় দুঃসংবাদ    রাবির বি ইউনিটের ফল প্রকাশ   পুঁজিবাজারে সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন    
জিয়ারতে গি‌য়ে দেখেন কবরে ময়ের লাশ নেই
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:৪২ পিএম আপডেট: ২৫.০২.২০২৫ ৩:৫৫ PM

কু‌ষ্টিয়ার কুমারখালী উপজেলায় একটি কবরস্থান থেকে দু্ইটি লাশ চুরির ঘটনা ঘটছে। 

মঙ্গলবার (২৫ ফেব্রুয়া‌রি) ভোরে ফজরের নামাজ শেষে কবর জিয়ারত করতে গেলে দাফনকৃত এক প‌রিবা‌রের লোকজ‌নের চোখে বিষয়টি ধরা পড়ে।

এর আগে সোমবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতের কোন এক সময় উপজেলার চাপড়া ইউনিয়নের পাহাড়পুর-নুরপুর কবরস্থান থেকে লাশগুলো চুরির ঘটনা ঘটে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ও‌সি) মো. সোলাইমান শেখ এ তথ‌্য নি‌শ্চিত ক‌রেছেন।

এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে সেখানে দাফনকৃতদের স্বজন ও এলাকাবাসী কবরস্থানে ছুটে আসে। 

সরেজমিনে গিয়ে পাহাড়পুর-নুরপুর কবরস্থানে দুইটি কবর খোঁড়া অবস্থায় দেখতে পাওয়া যায়। 

কবর দুইটি একই ইউনিয়নের নগর সাঁওতা বিশ্বাসপাড়া গ্রামের মৃত আব্দুস ছাত্তার বিশ্বা‌সের স্ত্রী শাহারা খাতুনের ও একই গ্রা‌মের তপন বিশ্বা‌সের ছে‌লে রাতুল বিশ্বাসের। ত‌বে কবরে লাশ পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে লাশ দু‌টি চুরি হয়েছে।

শাহারা খাতু‌নের বড় ছে‌লে মনজুরুল হক বলেন, ‘আমার মা ২০২৩ সা‌লের ২১ জুন বাধ‌্যর্কজ‌নিত কার‌ণে মারা যান। মারা যাওয়ার পরে পাহাড়পুর-নুরপুর কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তিনি একজন গৃ‌হিণী‌ ছি‌লেন। ৪০ দিন আগে আমার বাবাও মারা গে‌ছেন। বাবা মারা যাওয়ার পর থে‌কে প‌রিবা‌রের লোকজন নিয়‌মিত কবর জিয়ারত ক‌রেন। 

আজ ভোরে ছোটভাই রইসুল হক কবর জিয়ারত কর‌তে গি‌য়ে দেখ‌তে পাই কবরস্থান থেকে লাশ চুরি হয়েছে।

তাৎক্ষণিক আমরা এখানে ছুটে এসে দেখতে পাই মা ও রাতু‌লের কবর খোঁড়া। কবরস্থান থে‌কে একটু দু‌রে ভুট্টা খে‌তে দু‌টো হাড় প‌ড়ে থাক‌তে দেখা গেছে।’ তার পা‌শেই এক‌টি প‌লি‌থি‌নে টাওজারও পা‌নির বোতল ছিল। 

রাতু‌লের মা সো‌নিয়া খাতুন ব‌লেন, রাতুল প্রতিবন্ধী ছিল।  দুই বছর আগে রাতুল মারা যায়। তখন তার বয়স‌ ছিল ১৪ বছর। সকা‌লে লোকজ‌নের কাছ থে‌কে শুনতে পে‌রে কবরস্থা‌নে ছু‌টে আসি। এসে দে‌খি আমার‌ ছে‌লের কব‌রে লাশ নেই।  

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ও‌সি) মো. সোলাইমান শেখ ব‌লেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। যাদের লাশ চুরি হয়েছে, তাদের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com