বৃহস্পতিবার ২৯ জানুয়ারি ২০২৬ ১৫ মাঘ ১৪৩২

শিরোনাম: ক্ষমতায় গেলে ইসলামী আইন চালুর প্রশ্নে যা বললেন জামায়াত আমির   গণভোটে সরকারি চাকরিজীবীদের ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট প্রচার দণ্ডনীয় অপরাধ: ইসি   নওগাঁয় জনসভার মঞ্চে তারেক রহমান    ফখরুলের গলায় টাকার মালা!   চট্টগ্রাম বন্দর পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি বৈধ: হাইকোর্ট   ২২ বছর পর আজ রাজশাহী যাচ্ছেন তারেক রহমান   রাজধানীতে বাস চাপায় ব্যাংক কর্মচারীর মৃত্যু    
শেখ হাসিনাকে ফেরাতে জয়শঙ্করের সঙ্গে কথা হয়নি: পররাষ্ট্র উপদেষ্টা
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:০০ পিএম

মাস্কাটে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, ছবি: সংগৃহীত

মাস্কাটে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, ছবি: সংগৃহীত

ওমানের রাজধানী মাস্কাটে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে আলোচনায় আসেনি শেখ হাসিনাকে ফেরানোর প্রসঙ্গ। জোর দেওয়া হয়েছে ঢাকা-দিল্লির কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিকে। 

ওমান থেকে ফিরে এসব কথা জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলছেন, ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের প্রস্তাবে সাড়া মিলেছে।

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে এরই মধ্যে কাগজপত্র পাঠিয়ে, দিল্লিকে কূটনৈতিক চিঠি দিয়েছে ঢাকা। বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে ফেরত চাইলেও, ভারতের জবাব মেলেনি দেড় মাসেও। 

এই টানাপড়েনের মধ্যেই ওমান মাস্কাটে ওয়ার্ল্ড গভর্মেন্ট সামিটের সাইড লাইনে বৈঠকে বসেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। সে বৈঠকে হাসিনাকে ফেরত পেতে কোনো আলোচনা হয়েছে কিনা, ওমান থেকে ফিরে সে প্রশ্নেরই মুখোমুখি হন উপদেষ্টা তৌহিদ হোসেন।

তৌহিদ হোসেন বলেন, ‘এটা নিয়ে সেভাবে স্পেসিফিক কোনো আলোচনা হয়নি। আমরা ইন-জেনারেল সব কিছু নিয়ে আলোচনা করেছি। ঝুলিয়ে রাখার বিষয় না। এটা তো একটা স্বতন্ত্র ইস্যু যে, কোর্ট চেয়েছে তাকে। আমরা রিকোয়েস্ট করেছি। এর মানে তো এই না যে আমরা বাকি সবকিছু নিয়ে বসে থাকব।’

শেখ হাসিনাকে ফেরানোর ইস্যু না উঠলেও ওই বৈঠকে কথা হয়েছে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক নিয়ে। টানাপড়েন কাটাতে সামনে থাকা চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগুতে চায় ঢাকা-দিল্লি। 

তৌহিদ হোসেন বলেন, ‘ব্যবসা মোটামুটি পিকআপ করেছে। দেখা যাচ্ছে যে আগের লেভেলেই পৌঁছে গেছে। এগুলো তো প্রত্যেকটাই ইনডিকেশন। কিছু টানাপড়েন এখনও রয়ে গেছে যেমন ভিসা নিয়ে কিছু সমস্যা এখনও আছে। কিন্তু দুপক্ষই আমরা মোটামুটি এ বিষয়ে একমত হয়েছি যে এগুলো সব দুর করে একটা গুড ওয়ার্কিং রিলেশনে আমাদের পৌঁছতে হবে। হয়ত ভারতের পররাষ্ট্র মন্ত্রীও এ ব্যাপারে এগোবেন, আমরাও এগোব।’ 

দুদেশের সমঝোতা অনুযায়ী, এ বছরই ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে। আর তাতে যোগ দেওয়ার আমন্ত্রণও এস জয়শঙ্করকে দেয়া হয়েছে মাস্কাট বৈঠকে ফাঁকে। 

তৌহিদ হোসেন বলেন, ‘আমরা বলেছি, আপনার আসার কথা ঢাকায়। আপনি যদি কোনো কনভিনিয়েন্ট সময়ে আসেন, আপনি সময় জানালে আমরা সে অনুযায়ী ব্যবস্থা করব। হি ওয়াজ পজিটিভ।’

এসময় বাংলাদেশে মার্কিন সহায়তা বন্ধ প্রসঙ্গে উপদেষ্টা জানান, চলমান পরিস্থিতিতে পর্যবেক্ষণ ছাড়া বিশেষ কিছু করার নেই। 



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com