শুক্রবার ৫ ডিসেম্বর ২০২৫ ২০ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: বাংলাদেশে এলো তারেক রহমানের বুলেটপ্রুফ গাড়ি, দাম কত?   হেলিকপ্টারে বিমানবন্দর যাবেন খালেদা, মধ্যরাতে আসছে এয়ার অ্যাম্বুলেন্স   নড়াইল-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মনিরুল ইসলাম   লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীরের সঙ্গে ইউএই রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ    পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন   কেরাণীগঞ্জে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া   খালেদা জিয়ার সুস্থতা কামনায় সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন'র দোয়া মাহফিল    
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
আওয়ামী দোসরকে এফডিসির এমডি করার অভিযোগ উজ্জ্বলের
নিন্দা ও প্রতিবাদ
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:৫০ পিএম আপডেট: ২২.০২.২০২৫ ১২:৫৩ PM

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন মাসুমা রহমান তানি। তিনি সাবেক এমডি ফারাহ শাম্মীর স্থলাভিষিক্ত হচ্ছেন। 

বুধবার (১৯ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। 

যুবলীগের অর্থায়নে শেখ মুজিবকে নিয়ে নির্মিত সিনেমার পরিচালক মাসুমা রহমান তানিকে বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ দেয়ায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ঢাকাই সিনেমার বরেণ্য নায়ক, পরিচালক, প্রযোজক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল। 

তিনি এক ফেসবুক পোস্টে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে বলেন, গতকাল ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে মাসুমা রহমান তানিকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) এর ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ দেয়া হয়েছে।  তানি আওয়ামী লীগের দোসর হিসেবে ২০১৪ সালে শেখ মুজিবুর রহমানকে নিয়ে ‘চল যাই’ নামে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ শুরু করে। তার এই চলচ্চিত্র নির্মাণের মধ্য দিয়ে সুস্থধারার চলচ্চিত্র নির্মাণ ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনায় বাঁধা পড়ে।   

আওয়ামী সাংস্কৃতিক বন্দনা শুরু হয়। আওয়ামী কালচারাল হেজিমনি প্রভাব বিস্তার করে। যার প্রেক্ষিতে, ২০১৪ সালে বিনা ভোটের আওয়ামী স্বৈরাচার সরকার বাংলাদেশের জনগনের অধিকার কেড়ে নিয়ে ফ্যাসিবাদ কায়েম করে। তিনি আরও বলেন, ২০১৬ সালে যখন গণতন্ত্র উদ্ধারের জন্য বিএনপি চেয়াপার্সন ৩ বারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়া গণতন্ত্র উদ্ধারের চেষ্টা করে যাচ্ছিলেন, তখন এই মাসুমা রহমান তানি এবং তার যুবলীগের টিম জাতিকে সাংস্কৃতিক আগ্রাসন দিয়ে ২০১৮ এর রাতের অন্ধকারে ভোটের আয়োজন করে 

জনগণের ভোটের অধিকার কেড়ে নিতে সহযোগিতা করতে ‘চল যাই’ সিনেমার শুটিং এর সংবাদ প্রচার করে জনগণকে বিভ্রান্ত করে। ২০২০ সালে শেখ মুজিবের নামে বছরব্যাপী যে আওয়ামী সাংস্কৃতিক আগ্রাসন হয়েছে, তারই অংশ হিসেবে মাসুমা রহমান তানির সিনেমা মুক্তি পেয়েছে, এই সিনেমার মাধ্যমে আওয়ামী লীগের অর্থ ও সুবিধা নিয়েছে তারা। যুবলীগের খালেদ মাহমুদ তুর্য্য ও মাসুমা রহমান তানি যুগল গত জুলাই বিপ্লবের সরাসরি বিরোধীতা করে একাধিক ফেসবুক পোষ্ট দিয়েছে বলে অভিযোগ আছে। 

৫ আগস্টে সেসব পোস্ট ডিলিট করলেও ১৭ জুলাইয়ের একটি পোস্ট (৫ আগস্ট এডিট করা) সম্প্রতি ভাইরাল হয়েছে। আওয়ামী ফ্যাসিবাদের এই সাংস্কৃতিক দোসরকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ দেয়ায় সুস্থধারার চলচ্চিত্র নির্মাণে চলচ্চিত্র শিল্প বাধাগ্রস্ত হবে। আওয়ামী ফ্যাসিবাদের দোসররা আবার মাথা চাড়া দিবে। 

অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের দাবি, অধিকতর যোগ্যতা সম্পন্ন, বিতর্কমুক্ত, যোগ্য চলচ্চিত্র ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এর ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ দিয়ে চলচ্চিত্র শিল্পকে এগিয়ে নেয়ার ব্যবস্থা করবেন। মাসুমা রহমান তানির এই নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে। বাতিল না করা হলে, জাতীয়তাবাদের আদর্শের চলচ্চিত্র ও সাংস্কৃতিক কর্মীরা দেশের সাধারণ জনগণকে সাথে নিয়ে বিএফডিসি ঘেরাও কর্মসূচি দিতে বাধ্য হবে। এর সকল দায়, দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারকে বহন করতে হবে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com