শনিবার ৩১ জানুয়ারি ২০২৬ ১৭ মাঘ ১৪৩২

শিরোনাম: আগামি দিন ভাগ্য গড়ার দিন, দেশ গড়ার দিন: তারেক রহমান   সবধরনের জ্বালানি তেলের দাম কমাল সরকার   নির্বাচন হতে হবে মানুষের ভাগ্য পরিবর্তনের: তারেক রহমান   বিদ্রোহীদের নিয়ে যা ভাবছে বিএনপি!   আর্থিক সংকটে পঙ্গু হতে চলেছে জাতিসংঘ, সতর্কবার্তা গুতেরেসের   তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণায় শর্মিলা রহমান   বাংলাদেশের সমর্থনে পাকিস্তান সরে গেলে বিশ্বকাপ খেলবে ‘উগান্ডা’   
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ৩১ দফা বাস্তবায়নে মোংলায় বিএনপির সমাবেশ
মোংলা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:৪৭ পিএম

রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়ন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবীতে মোংলায় পৌর বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে শহরের রিমঝিম চত্বরে অনুষ্ঠিত বিএনপির এ সমাবেশ জুড়েই ছিল এক সময়ের মিত্র দল জামায়াত ইসলামীর কঠোর সমালোচনা।

তাদের চোর, লুটেরা ও বিশ্বাসঘাতকসহ নানা রকম উপাধি দিয়ে সমালোচন করেন বাগেরহাট জেলার ও মোংলার বিএনপির নেতারা। সমাবেশে তারা বলেন, চারদলীয় জোট সরকারের সময় তাদের নেতাদের র‌্যাব দিয়ে ক্রসফায়ার দিয়ে মেরে ফেলেছেন জামায়াত। এখন এই দলটি রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখেন এবং বিএনপিকে বিরোধী দল হিসেবে দাঁড় করানোর পায়তারা চালাচ্ছেন। তবে জামায়াত ইসলামীর সেই স্বপ্ন কখনোই পূরণ হবেনা বলেও উল্লেখ করেন নেতারা।

 তারেক রহমানের নেতৃত্বেই আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাবেন বলে তারা ৩১দফা বাস্তবায়নে মাঠ পর্যায়ে সকল নেতা-কর্মী ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবাণ জানান।

সমাবেশে অন্যান্যের মধ্যে বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম গোরা, জেলা বিএনপির  সদস্য  ও সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা  আঃ হালিম খোকন, মোংলা পৌর বিএনপির আহবায়ক মোঃ জুলফিকার আলী, পৌর বিএনপির  সদস্য সচিব মাহবুবুর রহমান মানিক, যুগ্ম আহবায়ক এমরান হোসেন,  বাবলু ভুইয়া, বিএনপি নেতা আব্দুস সালাম ব্যাপারী, সাবেক পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ও পৌর যুবদলের যুগ্ম আহবায়ক,  ইমান হোসেন রিপন,  পৌর মহিলা দলের সভানেত্রী কমলা বেগমসহ পৌর বিএনপির ৯টি ওয়ার্ডের সভাপতি - সাধারণ সম্পাদক ও স্থানীয় দলীয়  নেতা কর্মীরা এ সময় উপস্থিত ছিলো।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com