প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:৩৪ পিএম

কুমিল্লার দাউদকান্দিতে বালু উত্তোলনবিরোধী অভিযান পরিচালনার সময় ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় পুলিশসহ তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ লক্ষ্মীপুর এলাকায় এ ঘটনা ঘটে।
হামলায় আহতরা হলেন- দাউদকান্দি উপজেলার সহকারী ভূমি কর্মকর্তা জয়নাল আবেদীন, সহকারী ভূমি কর্মকর্তা মনির হোসেন ও দাউদকান্দি থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মহসীন হোসেন।
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম বলেন, লক্ষ্মীপুর এলাকায় অবৈধভাবে বালু তুলছিল একটি চক্র। এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আমাদের উপস্থিতি টের পেয়ে চক্রের সদস্যরা আমাদের ওপর হামলে পড়ে। এ সময় আমাকে বাঁচাতে এসে তিনজন আহত হন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
দাউদকান্দি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েদ চৌধুরী বলেন, ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত লক্ষ্মীপুর এলাকার মো. হাসান, তার স্ত্রী সেলিনা আক্তার ও শ্যালিকা সাথী আক্তারকে আটক করা হয়েছে। বাকিদেরও আটকে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।