প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ২:৩২ পিএম

মোংলার ইউএনও আফিয়া শারমিনকে আজকের মধ্যে প্রত্যাহারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র ও নাগরিক কমিটি।
বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদের সামনে তারা এই কর্মসূচি পালন করেন।
গতকাল বুধবার নিজ কার্যালয়ে আওয়ামী লীগের চার ইউপি চেয়ারম্যানকে নিয়ে মিটিং করায় ইউএনও’র বিরুদ্ধে এই কর্মসূচি দেয় তারা।
এসময় ইউএনও আফিয়া শারমিনকে ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে বিভিন্ন শ্লোগান দেয় ছাত্ররা।
ইউএনওকে আজকের মধ্যে প্রত্যাহার করা না হলে উপজেলা ঘেরাওসহ কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দেয় আন্দোলনকারী ছাত্র ও নাগরিক কমিটি।
ঘটনাস্থালে অপ্রীতিকর ঘটনা এড়াতে তাদের কর্মসূচি ঘিরে কঠোর অবস্থানে ছিল নৌ বাহিনী ও পুলিশ।