প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ২:২৯ পিএম

গাজীপুরে শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলায় আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থী আবুল কাশেমের (২০) মৃত্যুর ঘটনায় কুষ্টিয়ার মিরপুরে কফিন নিয়ে মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা।
বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত ৯টায় উপজেলার বাসস্ট্যান্ড থেকে কফিন মিছিল বের হয়ে ঈগল চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সংগঠক নিশান ইসলাম, জেলা কমিটির সদস্য সুলতান মাহমুদ, রেজওয়ান আহমেদ, নাগরিক কমিটির মিরপুর উপজেলা সভাপতি স্টালিন আহমেদ, সদস্য আবু সাঈদ, মিজানুর রহমান মিজান প্রমুখ।
পরে মাওলানা ওমর ফারুকের ইমামতিতে সেখানে শহীদ আবুল কাশেমের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
জানাযা শেষে সেখান পুনরায় কফিন মিছিল বের করে মিরপুর থানার সামনে গিয়ে শেষ হয়। পরে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলামের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির মিরপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ মতবিনিময় করেন।
এসময় ওসি মমিনুল ইসলাম অপারেশন ডেভিল হান্টের মাধ্যমে আওয়ামী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হচ্ছে বলে জানান।