প্রকাশ: সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:৩৫ পিএম

জামালপুরে পরিবেশের ছাড়পত্র না থাকার কারণে চারটি ইটভাটাকে মোবাইল কোর্টের মাধ্যমে ২৪ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
সোমবার সকাল থেকে পৌর শহরের ডাকপাড়ায় ও জঙ্গলপাড়া বোর্ডঘর এলাকায় অবস্থিত চারটি ইটভাটায় অভিযান চালানো হয়। অভিযানে স্টার, স্টার ওয়ান, কিংস এবং রুপালী ব্রিক্স ইটভাটাকে পরিবেশের ক্ষতিসাধন করার অভিযোগে জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমি মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এ সময় সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানে পানি দিয়ে আগুন নিভিয়ে, ভেকু দিয়ে ভাটাগুলো ধ্বংস করা হয়।
এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমি।