শুক্রবার ৫ ডিসেম্বর ২০২৫ ২০ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: বাংলাদেশে এলো তারেক রহমানের বুলেটপ্রুফ গাড়ি, দাম কত?   হেলিকপ্টারে বিমানবন্দর যাবেন খালেদা, মধ্যরাতে আসছে এয়ার অ্যাম্বুলেন্স   নড়াইল-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মনিরুল ইসলাম   লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীরের সঙ্গে ইউএই রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ    পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন   কেরাণীগঞ্জে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া   খালেদা জিয়ার সুস্থতা কামনায় সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন'র দোয়া মাহফিল    
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
বিশ্বনেতাদের এইচআইভি পরীক্ষা করাতে বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:৪৫ পিএম

বিশ্বনেতাদের এইচআইভি পরীক্ষা করার আহ্বান জানিয়েছেন কিয়ার স্টারমার। তিনি প্রথম ব্রিটিশ প্রধানমন্ত্রী ও জি-৭ নেতা, যিনি প্রকাশ্যে ক্যামেরার সামনে এই পরীক্ষা করেছেন।

স্টারমারের কার্যালয় সোমবার একটি ভিডিও প্রকাশ করে, যেখানে দেখা যায়, যুক্তরাজ্যের এই প্রধানমন্ত্রী শুক্রবার ডাউনিং স্ট্রিটে একটি দ্রুত পরীক্ষার কিট ব্যবহার করে নিজেই পরীক্ষা করছেন। এটি ছিল সপ্তাহব্যাপী একটি জাতীয় উদ্যোগের অংশ, যার মাধ্যমে জনগণকে এইচআইভি পরীক্ষা নিতে উৎসাহিত করা হচ্ছে। 

যুক্তরাজ্যের স্বাস্থ্য সুরক্ষা সংস্থা (ইউকেএইচএসএ) অনুমান করছে, ইংল্যান্ডে আনুমানিক চার হাজার ৭০০ মানুষ না জেনে এইচআইভি আক্রান্ত অবস্থায় জীবনযাপন করছে। তাদের শনাক্ত করতে পরীক্ষার হার বাড়ানোকে গুরুত্বপূর্ণ কৌশল হিসেবে দেখা হচ্ছে।  

স্টারমার গত ডিসেম্বর ঘোষণা দেন, তার সরকার ২০৩০ সালের মধ্যে ইংল্যান্ডে নতুন করে এইচআইভি সংক্রমণ বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছে। এই লক্ষ্য অর্জনের জন্য কী কী পদক্ষেপ নেওয়া হবে, তা নির্ধারণ করে একটি নতুন ‘এইচআইভি কর্মপরিকল্পনা’ চলতি বছর প্রকাশ করা হবে।

পরীক্ষা সম্পন্ন করার পর কিয়ার স্টারমার ব্রিটেনের মেট্রো পত্রিকাকে বলেন, ‘এখন আমার কাজ হলো বিশ্বজুড়ে প্রধানমন্ত্রী ও নেতাদের সঙ্গে আলোচনা করা এবং বলা, আপনাদেরও নিজ নিজ দেশে এটি করা উচিত।’  

তিনি আরো বলেন, ‘যদি মানুষ পরীক্ষা করে, তাহলে তারা তাদের স্বাস্থ্যগত অবস্থান সম্পর্কে জানতে পারবে। জানা ভালো, কারণ তখন চিকিৎসা পাওয়া সম্ভব হবে, যা আমাদের সম্মিলিত লক্ষ্য—২০৩০ সালের মধ্যে নতুন করে এইচআইভি সংক্রমণ বন্ধ করার ক্ষেত্রে সহায়ক হবে।’

সপ্তাহব্যাপী পরীক্ষার এই উদ্যোগ টেরেন্স হিগিনস ট্রাস্ট পরিচালিত, যাতে অর্থায়ন করেছে স্বাস্থ্য ও সমাজসেবা বিভাগ।

২০১২ সাল থেকে এটি ইংল্যান্ডে প্রতিবছর আয়োজন করা হয়। এই সময় যে কেউ বিনা মূল্যে একটি এইচআইভি পরীক্ষার কিট অর্ডার করতে পারে। এতে দুই ধরনের পরীক্ষা করা যায়-একটির ফল পাওয়া যায় মাত্র ১৫ মিনিটে, আরেকটি ‘স্ব-নমুনা সংগ্রহ’ কিট, যা সিফিলিস পরীক্ষার জন্যও ব্যবহৃত হয় এবং পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠাতে হয়। সূত্র : এএফপি



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com