বুধবার ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ৫ ফাল্গুন ১৪৩১

শিরোনাম: খুলনায় মুখোমুখি অবস্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপি   শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করাই সরকারের মূল উদ্দেশ্য : প্রেসসচিব   রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতা আহত   ষোলো বছরে ব্যানার ধরার ৬ জনও ছিল না: কুয়েটে সংঘর্ষের পর ছাত্রদলকে হাসনাত   কুয়েটে ছাত্রদলের সঙ্গে শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ, আহত ৫০   উত্তরায় দম্পতিকে প্রকাশ্যে কোপানো দুজন রিমান্ডে   শেয়ারবাজারের ৭শ কোটি টাকা লুট করে লাপাত্তা হাসান তাহের ইমাম   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
বেসরকারি ৬০ ব্যাংকের সক্রিয় ১২টি, টাকা নিয়ে গেছেন পরিচালকরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:৪৯ পিএম আপডেট: ০৪.০২.২০২৫ ৪:৫৪ PM

দেশে ৬০টি বেসরকারি ব্যাংকের মধ্যে বর্তমানে মাত্র ১২টি ব্যাংক সক্রিয় রয়েছে। বাকিগুলো থেকে পরিচালকেরা গ্রাহকদের টাকা সরিয়ে নিয়েছেন জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। এ সংকট কাটিয়ে উঠতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। 

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে অর্থ উপদেষ্টা এসব কথা বলেন।

তিনি বলেন, বাজার নিয়ন্ত্রণ করা সরকারের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বাজার স্থিতিশীল রাখতে এবং পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার অত্যাবশ্যকীয় পণ্য আমদানির ওপর জোর দিচ্ছে। মার্চের পর থেকেই এর প্রভাব বাজারে পড়বে বলে আশা করা হচ্ছে।

অর্থ উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার সময় দেশের অর্থনৈতিক অবস্থা শ্রীলঙ্কার চেয়েও খারাপ ছিল। তবে এখন তা ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে। জুন মাসের মধ্যে দেশের মূল্যস্ফীতি কমে ৬ থেকে ৭ শতাংশে নেমে আসবে। এতে নিত্যপণ্যের দাম কমার সম্ভাবনা রয়েছে বলে আশাবাদ প্রকাশ করেন তিনি।

ফল আমদানির ওপর বাড়ানো ভ্যাট প্রত্যাহারের কোনো পরিকল্পনা নেই বলে স্পষ্ট জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। 

তিনি আরও বলেন, রাজস্ব বাড়ানোর জন্য কিছু পণ্যের ওপর ভ্যাট বাড়ানো হয়েছে, যা খুব বেশি নয়। এ নিয়ে কেউ আন্দোলন করলেও সরকারের সিদ্ধান্ত বদলাবে না।

আসন্ন রমজান মাসকে সামনে রেখে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে সরকার চাল, ডাল, সার ও এলএনজি আমদানির সিদ্ধান্ত নিয়েছে। ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com