বুধবার ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ৫ ফাল্গুন ১৪৩১

শিরোনাম: কুয়েটে ছাত্রদলের সঙ্গে শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ, আহত ৫০   উত্তরায় দম্পতিকে প্রকাশ্যে কোপানো দুজন রিমান্ডে   শেয়ারবাজারের ৭শ কোটি টাকা লুট করে লাপাত্তা হাসান তাহের ইমাম   শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শেষ করার তারিখ নির্ধারণ   কুয়েটে সংঘর্ষ, বৈষম্যবিরোধী ছাত্রদের কর্মসূচি ঘোষণা   ঈদের পর কঠোর আন্দোলনে নামবে ইমরান খানের দল   দল নয়, তরুণরাই স্বৈরাচারের পতন ঘটিয়েছে: প্রেস সচিব   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
সাত ফুটবলার দলে থাকলে কাজ করবেন না বাটলার
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:১০ পিএম

পিটার বাটলারের অধীনে অনুশীলন বয়কট করা নারী ফুটবল দলের ১৮ সদস্য এমনকি ফুটবল ছেড়ে দেওয়ার হুমকিও দিয়েছেন। এই কোচ বহাল থাকলে সাবিনা-মাসুরা পারভিনরা আর ফুটবলই খেলবেন না-এমন সিদ্ধান্তে অটল আছেন। 

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বিষয়টি খতিয়ে দেখতে এবং সমাধানের পথ খুঁজে নিতে এরই মধ্যে বিশেষ তদন্ত কমিটি গড়েছে। বাফুফের আশা, তদন্তের পর এই কোচের অধীনেই মেয়েরা আবার মাঠে ফিরবে।

কিন্তু সেই পথ জটিলতর হয়েছে। কারণ পিটার বাটলারও জুড়ে দিয়েছেন একটি শর্ত! 

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, ‘বিদ্রোহ’ করা ১৮ খেলোয়াড় নয়, নির্দিষ্ট সাত ফুটবলার দলে থাকলে আর কাজ করবেন না বাটলার। এ ব্যাপারে বাফুফেও অবগত আছে বলেই নিশ্চিত হওয়া গেছে। 

সাত ফুটবলার হলেন

সাবিনা খাতুন, মাসুরা পারভিন, মারিয়া মান্দা, কৃষ্ণা রানী সরকার, সানজিদা আক্তার, নিলুফা ইয়াসমিন নীলা ও শামসুন্নাহার সিনিয়র।

যদি এমনটাই হয়, তাহলে কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে বাফুফেকে।

১৮ ফুটবলারের বিদ্রোহের মাঝে গতকাল ক্যাম্পের বাকি ১৩ জনকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করিয়েছেন বাটলার। সংস্কার চলমান থাকা এই মাঠে তিন বছরেরও বেশি সময় পর ফুটবলের কার্যক্রম ফিরল।

বাফুফেকে শুধু অনুশীলনের জন্য অনুমতি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। প্রথম দিনে স্ট্রেচিং, রানিংয়ের পাশাপাশি টেকটিক্যাল অনুশীলন হয়েছে। আজ থেকে অনুশীলনে যোগ দেবেন অনূর্ধ্ব-২০ দলের খেলোয়াড়রা। বাফুফে সূত্রে জানা গেছে, এখন থেকে অনুশীলন সেশনে মোবাইল ব্যবহারের অনুমতি দিচ্ছেন না পিটার বাটলার।

গতকাল সকালে অনুশীলন করিয়ে দুপুরে বাফুফে ভবনে আসেন ব্রিটিশ এই কোচ।

সেখানেই তিনি বলেছেন, ‘অনুশীলন ভালো ছিল, পিচ ভালো ছিল, কোনো সমস্যা নেই। আমরা কাজ চালিয়ে যেতে পারি। আমি বোঝাতে চাইছি, আমরা কাজ চালিয়ে যাব। আমরা পেশাদার এবং আরো বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে, আমরা আন্তরিক এবং সৎ থাকব।’ 

অনুশীলন বয়কট করা খেলোয়াড়দের নিয়ে কোনো আগ্রহ নেই বলেও জানিয়েছেন বাটলার, ‘পরের অনুশীলনেও তরুণ খেলোয়াড়রা যোগ দেবে। বাকিদের নিয়ে আগ্রহী নই আমি।’



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com