প্রকাশ: বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫, ৪:১২ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবৈধভাবে মাটিকাটার অভিযোগে একটি ড্রেজার মেশিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ড্রেজার মেশিনের মালিককে এক লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মোবারকপুর ইউনিয়নের রঘুনাথপুর-ঘোড়াদাড়ার বিলে এ অভিযান চালানো হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের বাটাগ্রামের মো. আবদুর রাজ্জাকের ছেলে আবদুল আলিম (৩১)।
অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজ।
তিনি জানান, অনুমতি ছাড়াই উপজেলার রঘুনাথপুর-ঘোড়াদাড়ার বিলে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি কাটছে কিছু অসাধু ব্যবসায়ী- এমন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় জব্দ করা হয় মাটিকাটার কাজে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন।
তাৎক্ষণিক অবৈধভাবে মাটিবহনের কাজে ব্যবহৃত গাড়ির মালিককে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ধারা ৪ লঙ্ঘনের অপরাধে ১৫ (১) ধারায় এক লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়।
তিনি আরো জানান, অবৈধভাবে মাটি উত্তোলনে জড়িত জমির মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হচ্ছে। অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
এ সময় স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হক হায়দারী ও সার্ভেয়র আবদুল মালেকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।