বৃহস্পতিবার ২৯ জানুয়ারি ২০২৬ ১৫ মাঘ ১৪৩২

শিরোনাম: ক্ষমতায় গেলে ইসলামী আইন চালুর প্রশ্নে যা বললেন জামায়াত আমির   গণভোটে সরকারি চাকরিজীবীদের ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট প্রচার দণ্ডনীয় অপরাধ: ইসি   নওগাঁয় জনসভার মঞ্চে তারেক রহমান    ফখরুলের গলায় টাকার মালা!   চট্টগ্রাম বন্দর পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি বৈধ: হাইকোর্ট   ২২ বছর পর আজ রাজশাহী যাচ্ছেন তারেক রহমান   রাজধানীতে বাস চাপায় ব্যাংক কর্মচারীর মৃত্যু    
জাতীয় ক্রীড়া পরিষদের আরও ৭ ফেডারেশনে নতুন কমিটি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫, ৬:৫৩ পিএম

জাতীয় ক্রীড়া পরিষদ নয়টি ফেডারেশনের অ্যাডহক কমিটি প্রকাশ করেছিল গত ১৪ নভেম্বর। আড়াই মাস পর আজ দুপুরে আরো সাতটি ফেডারেশনের অ্যাডহক কমিটি ঘোষণা করেছে ক্রীড়াঙ্গনের নিয়ন্ত্রক এই সংস্থা। 

মঙ্গলবার ঘোষিত ফেডারেশনগুলো হচ্ছে সাঁতার, টেবিল টেনিস, ফেন্সিং, ভারত্তোলন, কারাতে, ভলিবল ও শরীর গঠন।

জাতীয় ক্রীড়া পরিষদ সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদককে রয়েছে ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীনকে। বিগত কমিটির সহ-সভাপতি প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীর সাঁতারের অন্যতম পৃষ্ঠপোষক। তাকে অ্যাডহক কমিটিতেও সহ-সভাপতি রাখা হয়েছে। বিগত কমিটির সহ-সভাপতি আব্দুল হামিদকে সদস্য, বিগত কমিটির সদস্য নিবেদিতা দাসকে যুগ্ম সম্পাদক করেছে এনএসসি। 

১৯ সদস্যের কমিটিতে সেনা, নৌ, বিমান ও বিকেএসপিতে একজন করে প্রতিনিধি থাকবে। দুইবারের অলিম্পিয়ান ও সাবেক কৃতি সাঁতারু মাহফিজুর রহমান সাগর সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। আরেক কৃতি সাঁতারু রফিকুল ইসলামকে করা হয়েছে কোষাধ্যক্ষ। 

দেশের অন্যতম জনপ্রিয় ইনডোর খেলা টেবিল টেনিসের অ্যাডহক কমিটি ১৭ সদস্য বিশিষ্ট। সেনা নিয়ন্ত্রণ ক্রীড়া বোর্ড ও বিকেএসপি থেকে একজন টিটি সংক্রান্ত প্রতিনিধি সদস্য হিসেবে থাকবেন। বাকি ১৫ জনের মধ্যে সাবেক খেলোয়াড় ও সংগঠক ক্যাপ্টেন এএম মাকসুদ আহমেদকে সাধারণ সম্পাদক করা হয়েছে। টেবিল টেনিসের অন্যতম কিংবদন্তী নাসিমুল হাসান কচিকে যুগ্ম সম্পাদক করেছে এনএসসি।

বিগত কমিটির অন্যতম আলোচিত ব্যক্তি খন্দকার হাসান মুনীর সুমন অ্যাডহক কমিটিতেও সহ-সভাপতি হিসেবে রেখেছে। সাবেক টিটি খেলোয়াড় ও সরকারের অতিরিক্ত সচিব আবু মমতাজ সাদ উদ্দিনকে নিয়ে সভাপতির আলোচনা শোনা গেলেও শেষ পর্যন্ত মাইক্রো ফাইবার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ইঞ্জিনিয়ার এমএইচ জামানকে দায়িত্ব দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। 

ভলিবল ফেডারেশনে গত দুই দশক আধিপত্য ছিল আশিকুর রহমান মিকুর। তাকে সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে সাবেক জাতীয় খেলোয়াড় বিমল ঘোষ ভুলুকে সাধারণ সম্পাদক করা হয়েছে। ভলিবল ফেডারেশনে সভাপতি পদে বিজিএমইএ সভাপতি জায়ান্ট গ্রুপের ফারুক হাসান মনোনীত হয়েছেন। এই কমিটির সহ-সভাপতি হিসেবে আছেন রেডিয়েন্ট গ্রুপের পরিচালক লতিফ শাহরিয়ার জাহেদী। ভলিবল ফেডারেশনের কমিটি ১৯ সদস্য বিশিষ্ট। সেনা, নৌ, বিমান ও বিজিবি থেকে একজন করে প্রতিনিধি থাকবেন কমিটিতে। সাবেক খেলোয়াড় শিরিন, ঝিলু, আমিরুল হোসেন আপন, লিঙ্কন সদস্য হিসেবে আছেন। 

কারাতে ফেডারেশনও ১৯ সদস্য বিশিষ্ট হয়েছে। সেনা, আনসার ও বিকেএসপি থেকে একজন প্রতিনিধি সদস্য হিসেবে থাকবেন। বিগত কমিটির সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। তিনি আগেও সাধারণ সম্পাদক ছিলেন। বিগত কমিটির কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ অ্যাডহক কমিটির সদস্য হয়েছেন। সভাপতি হিসেবে আছেন এশিয়াটিক কটন মিলের সাহজাদা আলম। 

ভারত্তোলন ফেডারেশনের সভাপতি মনোনীত হয়েছেন ক্রীড়াঙ্গনের বিশিষ্ট সংগঠক উইং কমান্ডার মহিউদ্দিন আহমেদ (অব)। তিনি বিগত কমিটির সহ-সভাপতি ছিলেন এবং দীর্ঘদিন ভারত্তোলনের সঙ্গে জড়িত। সাধারণ সম্পাদক পদে পরিবর্তন এসেছে। নজরুল ইসলামের পরিবর্তে সাবেক জাতীয় ভারত্তোলক ও প্রশিক্ষক লে.কর্ণেল মোঃ শহিদুল ইসলাম চৌধুরিকে সাধারণ সম্পাদক করা হয়েছে। 

ভারত্তোলকদের মধ্যে ফিরোজা পারভীন, আজহারুল ইসলাম, রেশমা সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক শরিফুল হুদা রিপন এই ফেডারেশনের কোষাধ্যক্ষ করা হয়েছে। 

শরীরগঠন ফেডারেশনের সভাপতি করা হয়েছে অতিরিক্ত আইজিপি, প্রধান পিবিআই মোস্তফা কামালকে। সাধারণ সম্পাদক হয়েছেন চিকিৎস ও প্রাক্তন খেলোয়াড় কামরুজ্জামানকে। ফেন্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক করা হয়েছে বসুনিয়া এম আশিকুল ইসলামকে। খেলাধূলায় আগ্রহী পৃষ্ঠপোষক বিবেচনায় তাকে জাতীয় ক্রীড়া পরিষদ সাধারণ সম্পাদক করেছে। সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলামকে সভাপতি করা হয়েছে। 

ফুটবল, ক্রিকেট বাদে দেশের বাকি সকল ফেডারেশন/অ্যাসোসিয়েশনের সভাপতি সরকার/ক্রীড়া মন্ত্রণালয় মনোনয়ন দিয়ে থাকে। অন্য পদগুলোতে নির্বাচন হয়। আজ ঘোষিত অনেক ফেডারেশনের কমিটি মেয়াদোত্তীর্ণ বা নির্বাচিত ছিল। ২০১৮ সালের আইন অনুযায়ী জাতীয় ক্রীড়া পরিষদ কমিটি বাতিল করে নতুন কমিটি প্রদানের এখতিয়ার রাখে। ৫ আগস্ট পরবর্তী সময়ে ক্রীড়াঙ্গনে সংস্কার লক্ষ্যে ক্রীড়া মন্ত্রণালয় সার্চ কমিটি গঠন করে। সার্চ কমিটির সুপারিশের প্রেক্ষিতে ক্রীড়া মন্ত্রণালয় ও জাতীয় ক্রীড়া পরিষদ পর্যালোচনা করে বিভিন্ন ফেডারেশনে অ্যাডহক কমিটি প্রকাশ করছে। ফুটবল ও ক্রিকেট বাদে ৫৩ ফেডারেশন/অ্যাসোসিয়েশন। জাতীয় ক্রীড়া পরিষদ এখন পর্যন্ত ১৬ টি ফেডারেশনের অ্যাডহক কমিটি প্রকাশ করেছে। বাকি ৩৭ কমিটি কবে নাগাদ প্রকাশ হয় সেটা দেখার অপেক্ষায় ক্রীড়াঙ্গন। 



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com