প্রকাশ: মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫, ৫:০৯ পিএম

বাংলাদেশ স্কাউটস ঝিকরগাছা উপজেলা শাখার ১৫সদস্য বিশিষ্ট ত্রিবার্ষিক কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটিতে ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ভুপালী সরকার সভাপতি ও কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইসমাইল হোসেন সোহাগকে কমিশনার ও ছুটিপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলী তারেককে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি সরকারী এম এল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান আজাদ, ঝিকরগাছা বিএম হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক নাজমুল আলম, গাজিরদরগাহ ফয়জাবাদ ফাজিল মাদ্রাসার সহকারী প্রধান শিক্ষক মিকাইল হোসেন, কোষাধ্যক্ষ দেউলি নাভারন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, যুগ্ম-সম্পাদক দোস্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু সাঈদ।
এছাড়া ৪ জন গ্রুপ সভাপতি নির্বাচিতরা হলেন, নওয়ালী নবারুন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান, আলাউদ্দিন বিশ্বাস মডেল একাডেমির প্রধান শিক্ষক আতিকুল ইসলাম, বল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু আজগার, নাজমুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান এবং ৩ জন অডিটর নির্বাচিতরা হলেন, শিমুলিয়া-শুকুরখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিয়ার রহমান, শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুখসানা বেগম ও পায়রাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা খাতুন।
এর আগে মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে স্থানীয় সম্মিলনী মহিলা কলেজের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত সকল শিক্ষকের মতামতের ভিত্তিতে ওই ১৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এম কামরুজ্জামান জাহাঙ্গীর, প্রাথমিক শিক্ষা অফিসার সেহেলী ফেরদৌস।