প্রকাশ: মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫, ৪:৫৮ পিএম

সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে সাক্ষাৎকারে বিভিন্ন বিষয়ে কথা বলেন দেশের রাজনৈতিক ব্যক্তিবর্গ। সেখানে দেশের চলমান বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা।
এসময় নির্বাচন সংস্কার কমিশনের সদস্য জাহেদ উর রহমানের কথার প্রেক্ষিতে এম এ আজিজ বলেন, দেশে যদি গণতান্ত্রিক চর্চা থাকত তাহলে এত কঠিন আইন লাগে না।
তিনি আরও বলেন, এখানে আমার একটা কথা, সবাই একমত গত তিনটি নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে। এদিকে নির্বাচন কমিশন বলছে গত তিনটি নির্বাচনী গ্রহণযোগ্য হয়েছে এবং সর্বজন সঠিক হয়েছে। কিন্তু তাদের কি শাস্তি হয়েছে?
এ পর্যায়ে জাহেদ উর রহমান বলেন, এ দেশ ধ্বংস হয়েছে বিগত তিনটি নির্বাচনে। বিশেষ করে ১৮ সালের নির্বাচনে। এগুলো কি ফৌজদারি অপরাধ না?