প্রকাশ: মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫, ১:৫২ পিএম

কুষ্টিয়ার মিরপুরে মঈয়েন উদ্দিন (৩০) নামে এক নির্মাণ শ্রমিকের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালের দিকে মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের ধলসা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন একই উপজেলার ধলসা গ্রামের মৃত আ. মাজেদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর থানার ওসি মোমিনুল ইসলাম।
পুলিশ সূত্র জানায়, সকালের দিকে ধলসা গ্রামের এক মাঠে মঈয়েন উদ্দিনের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
ওসি মোমিনুল ইসলাম বলেন, কে বা কারা রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে তাকে নির্মমভাবে হত্যার পর তার মরদেহ ধলসা গ্রামে এক মাঠে ফেলে পালিয়ে যায়। তবে তাকে কি কারণে হত্যা করা হয়েছে এখন জানা সম্ভব হয়নি তদন্ত চলছে।
তদন্তের পর দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস জানান ওসি।