প্রকাশ: মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫, ১:৪৬ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তার ৩১ দফা বাস্তবায়নের লক্ষে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতারণ করা হয়েছে।
মোংলা পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব জুলফিকর আলীর নিজ উদ্যোগে পৌরসভার সাধারণ মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
সোমবার (২৭ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় পৌর শহরের চালনা বন্দর ফাজিল মাদ্রাসা মাঠ চত্বরে হতদরিদ্র, শীতার্ত ও অসহায় মানুষদের মাঝে নিজ হাতে কম্বল বিতরন করেন। গরীব, অসহায়, অসচ্ছল পরিবারগুলো এমন সহয়তা পেয়ে খুশি।
পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র জুলফিকার আলী বলেন, দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে পৌর বিএনপির আয়োজনে আমার নিজ অর্থায়নে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে শহাস্রাধিক অসচ্ছল গরিব পরিবারের মধ্যে কম্বল বিতরণ কর্মসূচি হাতে নিয়েছি। বিএনপি সব সময় গরিব মেহনতী মানুষের পাশে সুখ-দুঃখে আছে এবং থাকবে এবং অদূর ভবিষ্যতে বিএনপির পক্ষ থেকে সাধারণ মানুষকে আরো ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।