রবিবার ১ ফেব্রুয়ারি ২০২৬ ১৭ মাঘ ১৪৩২

শিরোনাম: আগামি দিন ভাগ্য গড়ার দিন, দেশ গড়ার দিন: তারেক রহমান   সবধরনের জ্বালানি তেলের দাম কমাল সরকার   নির্বাচন হতে হবে মানুষের ভাগ্য পরিবর্তনের: তারেক রহমান   বিদ্রোহীদের নিয়ে যা ভাবছে বিএনপি!   আর্থিক সংকটে পঙ্গু হতে চলেছে জাতিসংঘ, সতর্কবার্তা গুতেরেসের   তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণায় শর্মিলা রহমান   বাংলাদেশের সমর্থনে পাকিস্তান সরে গেলে বিশ্বকাপ খেলবে ‘উগান্ডা’   
কোরআন-হাদিসের আলোকে জনকল্যাণকর কাজ করতে হবে
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ২:৩২ পিএম

যশোরের ঝিকরগাছা উপজেলা জামায়াতের উদ্যোগে বাৎসরিক কর্মপরিকল্পনা (ওরিয়েন্টেশন) সভায়‌ চৌগাছা-ঝিকরগাছা আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আরশাদুল আলম বলেছেন, কোরআন-হাদিসের আলোকে আমাদের সবাইকে কাজ করে যেতে হবে। জনকল্যাণকর কাজের মাধ্যমে মানুষের সুখ শান্তি ও সমৃদ্ধি আনতে হবে। 

ইউনিট প্রধানদের বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরে তিনি বলেন, প্রতিটি ইউনিটের নেতৃত্বকে আরো গতিশীল ও বেগবান করতে হবে। 

শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে অনুষ্ঠিত কর্মপরিকল্পনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি  এসব কথা বলেন। 

সভায় সভাপতিত্ব করেন, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল আলিম। 

কর্মপরিকল্পনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অধ্যাপক জয়নাল আবেদীন। উপজেলা জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলাম খানের সঞ্চালনায় কর্মপরিকল্পনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আর রশিদ, উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শেখ আব্দুর রকিম, কর্ম পরিষদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা কর্ম পরিষদ সদস্য অ্যাডভোকেট আবিদুর রহমান, নাভারণ ইউপির সাবেক চেয়ারম্যান জিয়াউল হক, মাওলানা ইমদাদুল হক, আব্দুল হামিদ।

অন্যদের মধ্যে ইউনিয়ন সভাপতি, সেক্রেটারি, ওয়ার্ড সভাপতি ,সেক্রেটারি, ইউনিট সভাপতি সেক্রেটারিবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com