প্রকাশ: বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৩:৪৮ পিএম

বুধবার (২২ জানুয়ারি) বিকেল ৪টায় বিমানবন্দরে সার্বিক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন হবে বলে জানিয়েছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম।
এর আগে বিমানের বিজি-৩৫৬ নম্বর ফ্লাইটটি মঙ্গলবার (২১ জানুয়ারি) স্থানীয় সময় রাত ৮টায় রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি বিমানবন্দর থেকে রওনা হয়। ফ্লাইটটি রোম থেকে ঢাকায় আসার পথে বোমা হামলার হুমকির ঘটনা ঘটে।
ফ্লাইটটি বুধবার (২২ জানুয়ারি) সকাল ৯টা ২০ মিনিটে হযরত শাহজালাল বিমানবন্দরের জরুরি অবতরণ করে। ফ্লাইটের ২৫০ জন যাত্রী ও ১৩ ক্রুকে প্লেন থেকে বের করে টার্মিনালে আনা হয়। পরে সকাল সাড়ে ১০টায় বোম্ব ডিসপোজাল ইউনিট প্লেনে প্রবেশ করে। তারা প্লেনের ভেতরে সিট, করিডোর, টয়লেট, ক্যাফেতে তল্লাশি চালায়। সেসময় যাত্রীদের জরুরি ভিত্তিতে নামানো হলেও তাদের হ্যান্ড ব্যাগেজ প্লেনে ছিল। সেগুলো একে একে পরে তল্লাশি করা হয়। অন্তত দুই শতাধিক কর্মকর্তা-নিরাপত্তা কর্মী উদ্বেগ-উৎকণ্ঠার মধ্য দিয়ে কয়েক ঘণ্টা সময় অতিবাহিত করেন।
ইতালির রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি ঘিরে পুরো প্লেনে তল্লাশি চালানো হলেও এতে বোমা ও বোমা সদৃশ কিছু পাওয়া যায়নি। পরে দুপুর দেড়টার দিকে উদ্ধার অভিযান শেষ ঘোষণা করেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম।