শনিবার ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১ ফাল্গুন ১৪৩১

শিরোনাম: বাংলাদেশ নিয়ে ভারতের ষড়যন্ত্র এখনো চলমান   বাড়িতে আগুন : এখনো তদন্ত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে যা বললেন কাফি   দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা   শেখ হাসিনার বিচার না করলে মানুষ আমাদের ক্ষমা করবে না : ড. ইউনূস   বাংলাদেশ ইস্যুতে ট্রাম্পের বক্তব্যের ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল   যুদ্ধবিমান বিক্রির প্রস্তাব ট্রাম্পের, শিগগিরই লাভজনক বাণিজ্য চুক্তির কথা বললেন মোদি   আমিরাত সফর শেষে দেশের পথে প্রধান উপদেষ্টা   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
দেড় মাসের আন্দোলনে হাসিনাকে হটিয়েছে যারা ভাবে তারা বোকার স্বর্গে আছেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫, ১০:৫৩ পিএম

জুলাই-আগস্টের অভ্যুত্থানের অর্জন কারও একার নয় উল্লেখ করে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, ‘ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীরা ১৬ বছর লড়াই করেছেন। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও ভোটের অধিকার ফিরিয়ে দিতে সংগ্রাম করতে গিয়ে গুম, খুন, জেল-জুলুমের শিকার হয়েছেন। হাজার হাজার নেতাকর্মী বছরের পর বছর বাড়িতে ঘুমাতে পারেননি। বিএনপির নেতাকর্মীদের এ আত্মত্যাগের পরও এক-দেড় মাসের আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনার সরকারকে হটিয়েছে, এটা কেউ ভাবলে তারা বোকার স্বর্গে আছেন।’

বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে রবিবার দুপুরে বরিশালে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। নগরের সদর রোডে এ অনুষ্ঠানের আয়োজন করে মহানগর বিএনপি। এ ছাড়া দলের প্রতিষ্ঠাতার জন্মবার্ষিকী উপলক্ষে বরিশাল দক্ষিণ জেলা বিএনপির কর্মসূচিতেও যোগ দেন আবদুল আউয়াল।

আবদুল আউয়াল বলেন, ‘জুলাই-আগস্টের অভ্যুত্থানের এ অর্জন কারও একার নয়। দেশের আপামর জনগণ ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্ট সরকারকে হটিয়েছে। এ অর্জন অক্ষুণ্ন রাখতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। গণতন্ত্রে উত্তরণের জন্য সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের কোনও বিকল্প নেই।’

রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশে বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা উল্লেখ করে আবদুল আউয়াল বলেন, ‘তিনি মানুষের বাকস্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন। যখনই এ দেশে গণতন্ত্র হরণ করা হয়েছে, তখনই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারে সংগ্রাম করেছে। মানুষের অধিকার প্রতিষ্ঠায় জীবন দিয়েছে, জেল-জুলুম, অত্যাচারসহ সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে। আমাদের দলে একজনই নেতা। তিনি জিয়াউর রহমান। পরবর্তীতে তার উত্তরসূরিরা দেশের জন্য দায়িত্ব পালন করছেন।’

তিনি আরও বলেন, ‘দলের সবার ধারণা এক সরকার পালিয়ে গেছে, আমাদের রাজনৈতিক রাজপথ সহজ। কিন্তু আমার কাছে তা মনে হয় না। কারণ রাজনৈতিক দলগুলোর নির্বাচনের দরকার নেই, গণতন্ত্রেরও দরকার নেই। গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য গত ১৮ বছর ধরে দলের নেতাকর্মী অত্যাচারিত-নির্যাতিত। যাতে করে আমরা মানুষের মৌলিক-সাংবিধানিক-মানবিক ও ভোটের অধিকার প্রতিষ্ঠায় লড়াই করে যাচ্ছি।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম, সদস্যসচিব জিয়া উদ্দীন সিকদার প্রমুখ। আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাত করা হয়।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com