শুক্রবার ৫ ডিসেম্বর ২০২৫ ২০ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: বাংলাদেশে এলো তারেক রহমানের বুলেটপ্রুফ গাড়ি, দাম কত?   হেলিকপ্টারে বিমানবন্দর যাবেন খালেদা, মধ্যরাতে আসছে এয়ার অ্যাম্বুলেন্স   নড়াইল-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মনিরুল ইসলাম   লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীরের সঙ্গে ইউএই রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ    পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন   কেরাণীগঞ্জে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া   খালেদা জিয়ার সুস্থতা কামনায় সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন'র দোয়া মাহফিল    
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
মোংলায় বিএনপির কমিটিতে আ.লীগ নেতাকর্মী, প্রতিবাদে সংবাদ সম্মেলন
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ৩:৪৬ পিএম

মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের বিএনপি'র ওয়ার্ড কমিটিতে আওয়ামী লীগের কর্মিদের নাম থাকায় অসন্তোষ দেখা দিয়েছে। বিক্ষুব্ধ বিএনপির নেত কর্মিরা এই কমিটি গঠনে অনিয়মের অভিযোগ তুলে মোংলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে। 

শনিবার (১৮ জানুয়ারি) দুপুর ১২টায় এই সংবাদ সম্মেলনে সুন্দরবন ইউনিয়নের ২ নং ওয়ার্ড এবং ৩ নং ওয়ার্ডসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীদের একটি অংশ আগামী ১৯ তারিখের ভোট বর্জন করার কথা জানায়।

এসময় অভিযোগ করে সুন্দরবন ইউনিয়নের বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বলেন, অগঠনতান্ত্রিকভাবে ভোটার তালিকা তৈরি করা হয়েছে। সেই তালিকায় ভোটাধিকার প্রয়োগে স্থান পেয়েছে স্বৈরাচার আওয়ামীলীগের দোসরা। ৫ই আগস্টের পরে বিএনপি সেজে দলে যারা ঢুকে পড়েছে সেসব আওয়ামী লীগ কর্মীরা। পূর্বে স্থানীয় পর্যায়ে কথা ছিল ৫১ সদস্য করে ভোটার তালিকা করা হবে সেখানে প্রতি ওয়ার্ডে অনিয়ম করে ২০০ থেকে ২৫০ জনকে ভোটার তালিকায় রাখা হয়েছে এবং বিএনপির দলীয় কোন্দলে ত্যাগী নেতা কর্মীদেরকে বাদ দেওয়া হয়েছে।

তারা বলেন, ভূমিহীন সন্ত্রাসী আওয়ামী লীগের দোসর ও চাঁদাবাজ দিয়ে সুন্দরবন ইউনিয়নের ওয়ার্ড কমিটির সদস্য গঠন করা হয়েছে। আমরা বিএনপির নির্যাতিত নেতাকর্মী এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং ত্যাগী নেতাকর্মীদের যেন মূল্যায়ন করে পুনরায় ওয়ার্ড কমিটি গঠন করা হয় এজন্য সিনিয়র জেলার নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, সুন্দরবন ইউনিয়নের  ২ নং ওর্য়াড বিএনপির  সভাপতি পদপ্রার্থী মোঃ ফজলু খাঁন, সাধারণ সম্পাদক প্রার্থী আনোয়ার হোসেন, ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আঃ ওয়াদুদ শেখ, সভাপতি পদপ্রার্থী  ওয়াজেদ আলী শেখ ও   সাংগঠনিক পদপ্রার্থী নজরুল ইসলাম শেখ।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com