শুক্রবার ৩০ জানুয়ারি ২০২৬ ১৬ মাঘ ১৪৩২

শিরোনাম: এসিআই মোটরসে বড় নিয়োগ   সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ   ক্ষমতায় গেলে ইসলামী আইন চালুর প্রশ্নে যা বললেন জামায়াত আমির   গণভোটে সরকারি চাকরিজীবীদের ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট প্রচার দণ্ডনীয় অপরাধ: ইসি   নওগাঁয় জনসভার মঞ্চে তারেক রহমান    ফখরুলের গলায় টাকার মালা!   চট্টগ্রাম বন্দর পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি বৈধ: হাইকোর্ট   
ঝিকরগাছায় টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের মেলা উদ্বোধন
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১১:১৭ পিএম

ঝিকরগাছায় `যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা' উদ্বোধন করা হয়েছে। 

বুধবার (১৫ জানুয়ারী) সকালে বেলুন উড়িয়ে ও বর্ণাঢ্য র‌্যালি শেষে মেলার উদ্বোধন করেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইংয়ের (খামারবাড়ি) ঢাকার পরিচালক কৃষিবিদ ড.ফ. ম মাহবুবুর রহমান। 

যশোর অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড.  মোশাররফ হোসেনের সভাপতিত্বে উদ্বোধনপূর্ব আলোচনা সভায় বিশেষ অতিথি ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার। বক্তব্য রাখেন, যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ রমেশ চন্দ্র ঘোষ, অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষিবিদ  দীপংকর দাস, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম, কৃষি সম্প্রসারন অফিসার আব্দুস সামাদ,  প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম,  কৃষক রাফসান জামান, নারী কৃষানী তহমিনা আক্তার নিপা।

তিন দিনব্যাপী বর্ণিল উৎসব আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত এই মেলার অন্যতম আকর্ষণ ছিল উপজেলার মানচিত্রের উপর শস্য উৎপাদনের সাফল্য চিত্র তুলে ধরা। মেলায় বিভিন্ন রকমের স্টল দিতে দেখা গেছে। 

উপজেলা প্রশাসনের আয়োজনে এবারের মেলায় কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, শিল্প, সাহিত্য, প্রযুক্তি, হস্ত ও কুটির শিল্প, উদ্যোক্তা কৃষি ইত্যাদি। নির্ধারিত শিল্পগোষ্ঠীর পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায়  মেলায় বাড়তি আনন্দে এনে দেয় বিপুল দর্শক শ্রোতাদের মাঝে। প্রতিটি অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ভূপালি সরকার উপস্থিত ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঝিকরগাছার প্রতিনিধিদের আয়োজনে মেলার স্টলে বিভিন্ন প্রামাণ্য চিত্র তুলে ধরা হয়। 

মেলায় বাঙালি সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ রকমারিপিঠাপুলির আয়োজন ছিল চোখে পড়ার মত। বর্ণিল ও বর্ণাঢ্য এই উৎসব আয়োজনে দল মত নির্বিশেষে সকলের অংশগ্রহণের মধ্যে দিয়ে প্রাণবন্ত হয়ে ওঠে মেলার সবকটি অনুষ্ঠান।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com