শনিবার ৬ ডিসেম্বর ২০২৫ ২০ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: এন্ডোসকপির পর খালেদা জিয়ার রক্তক্ষরণ বন্ধ, শাশুড়িকে দেখে মায়ের বাসায় জোবাইদা   আগামীর বাংলাদেশ হবে কুরআনের বাংলাদেশ: জামায়াত আমির   খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়ার আয়োজন রাষ্ট্রপতির   খালেদা জিয়াকে লন্ডন নিতে জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স    বাংলাদেশে এলো তারেক রহমানের বুলেটপ্রুফ গাড়ি, দাম কত?   হেলিকপ্টারে বিমানবন্দর যাবেন খালেদা, মধ্যরাতে আসছে এয়ার অ্যাম্বুলেন্স   নড়াইল-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মনিরুল ইসলাম   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
‘উইমেন বাংলাদেশ ফাউন্ডেশন’এর প্রেসিডেন্ট আফরোজা হেলেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১১:২৬ পিএম

আনুষ্ঠানিক অভিষেক হলো নারীকেন্দ্রিক নতুন ফাউন্ডেশন ‘উইমেন বাংলাদেশ ফাউন্ডেশন’। এই ফাউন্ডেশনের প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন বিশিষ্ট নারী ব্যক্তিত্ব আফরোজা হেলেন। 

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের স্ত্রী ও বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর সভানেত্রীও তিনি।

গত সোমবার (১৩ জানুয়ারি) পূর্বাচল নিঝুম পল্লী রিসোর্টে এক জমজমাট অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন কমিটি ঘোষণা করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ডিরেক্টর বাবুল হৃদয়।  

পবিত্র কোরআন তেলাওয়াত ও কবুতর উড়িয়ে শুরু হয় অভিষেক অনুষ্ঠান। এর আগে সদস্য ও অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান ফাউন্ডেশনের নতুন জেনারেল সেক্রেটারি তানিয়া শারমিন।
ফাউন্ডেশনের প্রেসিডেন্ট আফরোজা হেলেনকে ফুলে শুভেচ্ছা জানাচ্ছেন বাবুল হৃদয়

অতিথিরা তাদের বক্তব্যে নতুন কমিটির শুভেচ্ছা এবং ফাউন্ডেশনের সাফল্য কামনা করেন।

অভিষেক অনুষ্ঠানে ফাউন্ডেশনের প্রেসিডেন্ট আফরোজা হেলেন বলেন, ‘নারীরা আজ এগিয়ে চলেছে দুর্বার গতিতে। তারা সাহস নিয়ে এগিয়ে যাবে সামনের দিকে। আমরা ছাত্র-জনতার আন্দোলনে সাহস নিয়ে রাজপথে ছিলাম, আন্দোলন করেছি, সফল হয়েছি। আমরা নারীরা সব পারি। আমরা ‘উইমেন বাংলাদেশ’ নারীদের সহযোগিতায় কাজ করব। ফাউন্ডেশনে সম্পৃক্ত হতে পেরে ভালো লাগছে। চেষ্টা থাকবে  সবার সহযোগিতা নিয়ে নারীদের এগিয়ে যেতে।’

এর আগেই স্বাগত বক্তব্য দেন উইমেন বাংলাদেশ ফাউন্ডেশনের জেনারেল সেত্রেটারি ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব তানিয়া শারমিন। তিনি বলেন, ‘নারীরা এগোবে তার নিজের পরিচয়ে। নারীদের দক্ষ হয়ে গড়ে উঠতে হবে। ‘উইমেন বাংলাদেশ’ নারীদের দক্ষতা অর্জনে কাজ করবে।’

দিনব্যাপী অনুষ্ঠানে প্রায় ১০০ নারী উপস্থিত ছিলেন। কবিতা আবৃতি, নাচ-গান পরিবেশন ও খেলাধুলার মধ্য দিয়ে দিনটিকে স্মরণীয় করে রাখেন তারা। গান পরিবেশন করেন জনপ্রিয় সংগীতশিল্পী মুন্নি, রিদয়ানা আফরিন সুমী ও নাদিরা মুক্তা। 

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও বিশিষ্ট রন্ধনবিদ আফলাতুন নাহার। 

একনজরে নতুন কমিটি 

আফরোজা হেলেন (প্রেসিডেন্ট), তানিয়া শারমিন (জেনারেল সেক্রেটারি), নাজনিন সুলতানা (সাংগঠনিক সম্পাদক), নাজমা বেগম (সিনিয়র ভাইস প্রেসিডেন্ট), আফলাতুন নাহার (ভাইস প্রেসিডেন্ট) ও ফারজানা বাতেন (ভাইস প্রেসিডেন্ট)। 

এ ছাড়া অর্থ সম্পাদক হিসেবে রয়েছেন কাজল ইসলাম, রিদওয়ানা আফরিন সুমি (আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক), হালিদা পারভীন (তথ্য ও প্রযুক্তি সম্পাদক), নাদিরা মুক্তা (সংস্কৃতি সম্পাদক), ইতি চৌধুরী (দপ্তর সম্পাদক), সুরাইয়া আক্তার রিংকু (কল্যাণ সম্পাদক)।

নির্বাহী পরিষদের সদস্য হিসেবে রয়েছেন রোকেয়া বেগম, আহমেদ শেফালি, ঝুমি শামানাজ, রেখা শিকদার ঝুমা, শিলা, রোকসানা বেগম, তনি ও জুথি মাহমুদ।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com