সোমবার ১৫ ডিসেম্বর ২০২৫ ৩০ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: ওসমান হাদিকে গুলির ঘটনায় নির্বাচনে প্রভাব পড়বে না: সিইসি   ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর পাঠানো হবে   বাংলাদেশি শান্তিরক্ষী নিহতে সমবেদনা জানাতে ইউনূসকে গুতেরেসের ফোন   ভোটের মাঠে চোরাগোপ্তা হামলার আশঙ্কা ইসির, কঠোরভাবে দমনের নির্দেশ   ভুরুঙ্গামারীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা    মোংলায় অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে বিক্ষোভ   টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত   
http://www.dailyvorerpata.com/ad/1763085968.gif
রাজধানীর অস্ত্রধারী সন্ত্রাসী ও চাঁদাবাজ রাতুল গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ৬:৩৯ পিএম

রাজধানীর হাজারীবাগে চাঞ্চল্যকর চাঁদাবাজির মামলায় অস্ত্রধারী সন্ত্রাসী ও এলাকার চিহ্নিত চাঁদাবাজ মো. রাতুল ইসলাম (২২)কে গ্রেফতার করেছে ডিএমপির হাজারীবাগ থানা পুলিশ ও ডিবি-রমনা।  

সোমবার (১৩ জানুয়ারি) রাত ১০.৩০টায় হাজারীবাগের রায়েরবাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

হাজারীবাগ থানা সূত্রে জানা যায়, সেবা হোল্ডিংয়ের নিরাপত্তা প্রহরী গোলাম কিবরিয়া খান (৪৯) হাজারীবাগ থানায় গত ১২ জানুয়ারি তার প্রতিষ্ঠানে অস্ত্রধারী সন্ত্রাসী কর্তৃক  চাঁদা দাবির অভিযোগে একটি মামলা দায়ের করেন। 

মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, গত ১০ জানুয়ারি সন্ধ্যায় ১৫/২০ জনের একটি  দুষ্কৃতকারী দল আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে ৭/৮টি মোটরসাইকেলে করে হাজারীবাগের রোড নং-৭/এ এর  ধানমন্ডির ৩নং হোল্ডিং-এ নির্মানাধীন ভবনের টিনের বেষ্টনির ভেতর প্রবেশ করার চেষ্টা করে। 

এলাকায় দায়িত্বরত হাজারীবাগ থানা পুলিশের একটি টিম তাৎক্ষণিক বাধা দেওয়ার কারণে তারা ভবনের সামনে পেট্রোল ঢেলে আগুন দিয়ে ভবনের নিরাপত্তা বেষ্টনি পুড়িয়ে দেয়। এসময় দায়িত্বরত পুলিশ দুষ্কৃতকারীদের গ্রেফতারের চেষ্টা করলে তারা তাদের সাথে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে ৭/৮ রাউন্ড ফাঁকা গুলি করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়। 

এর আগে গত ৩০ ডিসেম্বর ওই ভবনে প্রবেশ করে এই সন্ত্রাসী দল মামলার বাদী গোলাম কিবরিয়া খানকেসহ নির্মাণ শ্রমিকদেরকে ভয়ভীতি প্রদান করে নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য বলে এবং তাকে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে ভবনের মালিককে সেই নাম্বারে যোগাযোগ করতে বলে। হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে ৫০ লক্ষ টাকা চাঁদা দাবি করে। 

একইভাবে ৫ জানুয়ারি এই সন্ত্রাসী দলের দুইজন সদস্য সেবা হোল্ডিং লিঃ এর নির্মাণাধীন বিল্ডিংটিতে গিয়ে নির্মাণ শ্রমিকদেরকে নির্মাণ কাজ বন্ধ করে চলে যেতে বলে এবং ভয়ভীতি প্রদর্শনের জন্য তাদের সাথে থাকা আগ্নেয়াস্ত্র হতে এক রাউন্ড ফাকা গুলি করে। এসময় ভবন নির্মাণ কাজ চালু রাখতে হলে পঞ্চাশ লক্ষ টাকা চাঁদা প্রদান করতে হবে মর্মে জানায়। এছাড়াও আশপাশের আরও কয়েকটি নির্মানাধীন প্রজেক্টের ম্যানেজারদের ফোন করে চাঁদা দাবি করে এ সন্ত্রাসী গ্রুপটি। 

থানা সূত্রে আরও জানা যায়, মামলাটি তদন্তকালে ঘটনাস্থল ও আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার সাথে জড়িত অস্ত্রধারী চাঁদাবাজ দলের সদস্য মো. রাতুল ইসলামকে গত রাতে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত রাতুল গত শুক্রবার (১০ জানুয়ারি) মোটরসাইকেলযোগে এসে অগ্নিসংযোগ ও গুলাগুলির ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। 

গ্রেফতারকৃত রাতুলের বিরুদ্ধে হাজারীবাগ থানায় আরও একটি হত্যাচেষ্টার মামলা রয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতক অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





http://www.dailyvorerpata.com/ad/1763086027.gif

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/1765376223.jpg
http://www.dailyvorerpata.com/ad/1763085829.gif
http://www.dailyvorerpata.com/ad/1763085901.jpg
http://www.dailyvorerpata.com/ad/1763091212.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com