শনিবার ৩১ জানুয়ারি ২০২৬ ১৭ মাঘ ১৪৩২

শিরোনাম: আর্থিক সংকটে পঙ্গু হতে চলেছে জাতিসংঘ, সতর্কবার্তা গুতেরেসের   তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণায় শর্মিলা রহমান   বাংলাদেশের সমর্থনে পাকিস্তান সরে গেলে বিশ্বকাপ খেলবে ‘উগান্ডা’   শুনলাম একটা দল নাকি ৪০ লাখ বোরকা বানাইসে: মির্জা আব্বাস   যারাই বিভ্রান্ত করতে আসবে দেখামাত্র বলবেন, ‘গুপ্ত’ তোমরা: তারেক রহমান   ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস!   ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতাদের মধ্যে ভাগ্যবান যারা!   
শনিরআখড়ায় পথশিশু ও শীতার্তদের মাঝে কম্বল-খাবার বিতরণ
রাকিব হোসেন মিলন
প্রকাশ: শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫, ১১:২৩ পিএম

শীতের তীব্রতা উপেক্ষা করে পথশিশু ও শীতার্ত মানুষের পাশে দাঁড়াল "সহানুভূতি" আন্তর্জাতিক মানবকল্যাণ সংস্থা। 

গতকাল শুক্রবার (১০ জানুয়ারি) বিকাল ৪টায় রাজধানীর শনিরআখড়ায় ধনিয়া কলেজের সামনে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোস্তফা হাসান, চেয়ারম্যান, সমাজকর্ম বিভাগ ও পরীক্ষা নিয়ন্ত্রক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। 

তিনি বলেন, “সহানুভূতির এমন উদ্যোগ সমাজের জন্য অনুকরণীয়। পথশিশু ও অসহায় মানুষদের সেবায় সবাইকে এগিয়ে আসতে হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক ভোরের পাতার চীফ রিপোর্টার ও কদমতলী থানা সাংবাদিক ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি কাঞ্চন চৌধুরী সুমন। 

সংস্থার চেয়ারম্যান মুহাম্মদ ওয়াহিদুন নবী বিপ্লবের সাথে অনুষ্ঠান বাস্তবায়নে সার্বিক দায়িত্ব পালন করেন সংস্থার সেক্রেটারি জেনারেল মো. আবুল হাসান, এডভোকেট মো. মিজানুর রহমান, কোষাধ্যক্ষ, কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, ঢাকা।

আয়োজনে বিশেষ ভূমিকা রাখেন আল আরাফ হাসপাতালের চেয়ারম্যান শাকিল, টুপ টুয়েন্টি ওয়ান ওপেন স্কাউট গ্রুপের সদস্য এবং সংস্থার স্বেচ্ছাসেবীরা। মিডিয়া পার্টনার হিসেবে এ কার্যক্রমে যুক্ত ছিল পিপলস রেডিও।

অনুষ্ঠানে শতাধিক পথশিশু ও শীতার্ত মানুষের মাঝে কম্বল ও খাবার বিতরণ করা হয়। শীতের রাতে উষ্ণতার স্পর্শ পেয়ে উপকারভোগীদের চোখে-মুখে ফুটে ওঠে প্রশান্তি।

"সহানুভূতি"র এই উদ্যোগ সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য বড় ধরনের প্রেরণা হয়ে দাঁড়িয়েছে। সংস্থার চেয়ারম্যান মুহাম্মদ ওয়াহিদুন নবী বিপ্লব জানান, “আমাদের লক্ষ্য শুধু শীতার্তদের সেবা নয়, তাদের পাশে দাঁড়িয়ে তাদের জীবনে আশা জাগানো। আমরা বিশ্বাস করি, ভালোবাসা ও সহানুভূতির মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তন সম্ভব।”

সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের এমন উদ্যোগে অংশগ্রহণের আহ্বান জানানো হয়। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা ঘোষণা করেন, ভবিষ্যতেও এমন কর্মসূচি অব্যাহত থাকবে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com