শুক্রবার ৩০ জানুয়ারি ২০২৬ ১৫ মাঘ ১৪৩২

শিরোনাম: সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ   ক্ষমতায় গেলে ইসলামী আইন চালুর প্রশ্নে যা বললেন জামায়াত আমির   গণভোটে সরকারি চাকরিজীবীদের ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট প্রচার দণ্ডনীয় অপরাধ: ইসি   নওগাঁয় জনসভার মঞ্চে তারেক রহমান    ফখরুলের গলায় টাকার মালা!   চট্টগ্রাম বন্দর পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি বৈধ: হাইকোর্ট   ২২ বছর পর আজ রাজশাহী যাচ্ছেন তারেক রহমান   
মসজিদুল আকসার ইমাম বায়তুল মোকাররমে আসছেন শুক্রবার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫, ৮:০৬ পিএম

আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়াত বাংলাদেশের উদ্যোগে রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে আন্তর্জাতিক খতমে নবুওয়াত মহাসম্মেলন উপলক্ষে লিফলেট বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। 

এ মহাসম্মেলন আগামীকাল শুক্রবার (৩ জানুয়ারি) বাদ জুমা জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের পূর্ব চত্বরে অনুষ্ঠিত হবে।  

বৃহস্পতিবার (২ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাহাফফুজে খতমে নবুওয়াত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আমাদের আজকের লিফলেট বিতরণের মূল লক্ষ্য ছিল খতমে নবুওয়াতের গুরুত্ব ও তাৎপর্য সাধারণ মানুষের কাছে তুলে ধরা এবং আগামীকালের মহাসম্মেলনে অংশগ্রহণে উৎসাহিত করা।’

তিনি আরও বলেন, ‘আমরা রাজধানীর বিভিন্ন জনবহুল এলাকায় শান্তিপূর্ণভাবে এ কার্যক্রম পরিচালনা করেছি। মসজিদ, বাজার এবং শিক্ষাপ্রতিষ্ঠানের মতো গুরুত্বপূর্ণ স্থানে লিফলেট বিতরণ করে আমরা ধর্মপ্রাণ মুসলমানদের কাছে আক্বিদায়ে খতমে নবুওয়াতের বার্তা পৌঁছাতে সক্ষম হয়েছি। আলহামদুলিল্লাহ কোনো ধরনের জনদুর্ভোগ সৃষ্টি ছাড়াই এই দাওয়াতি কাজ সম্পন্ন করা সম্ভব হয়েছে।’ 

মহাসচিব আরও বলেন, আগামীকাল অনুষ্ঠিতব্য মহাসম্মেলন দুই পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্বে তাহাফফুজে খতমে নবুওয়াতের নির্বাহী সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব এবং দ্বিতীয় পর্বে ভারপ্রাপ্ত সভাপতি শায়েখ সাজিদুর রহমান সভাপতিত্ব করবেন। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফিলিস্তিনের মসজিদুল আকসার ইমাম আল্লামা শায়েখ ড. আলী ওমর ইয়াকুব আব্বাসী। এছাড়া দেশবরেণ্য উলামায়ে কেরাম এতে বক্তব্য দেবেন।

লিফলেট বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী, অর্থ সম্পাদক মাওলানা ইউনুস ঢালী, প্রচার সম্পাদক মাওলানা রাশেদ বিন নূর, সহকারী প্রচার সম্পাদক মাওলানা আফসার মাহমুদ, মাওলানা মাহবুবুল আলম, মাওলানা মাহদী হাসান, মাওলানা আশিকুল ইসলাম, মাওলানা রাশেদ মাহমুদ প্রমুখ।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com