শুক্রবার ৫ ডিসেম্বর ২০২৫ ২০ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: নববর্ষ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা   বাণিজ্য মেলা শুরু বুধবার, যা থাকছে এবার   থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ফোটানো বন্ধে ব্যবস্থার নির্দেশ   সংবিধান বাতিল না করে সংশোধন করা যেতে পারে   মনমোহন সিংয়ের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা   সোহেল তাজের সঙ্গে বাগদান, পাত্রীর পরিচয়   নির্বাচনের সময় নির্ধারণ নিয়ে যা বলছেন সিইসি   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
ঢাকায় মিশন বসিয়ে ভিসা দেবে রোমানিয়া, রাষ্ট্রদূত বললেন ভুয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪, ৯:০৩ AM

বিদায়ী রাষ্ট্রদূত মো. দাউদ আলী ও পররাষ্ট্রসচিব ট্রায়ান রিস্টিয়ারসহ অন্যরা, ছবি : সংগৃহীত

বিদায়ী রাষ্ট্রদূত মো. দাউদ আলী ও পররাষ্ট্রসচিব ট্রায়ান রিস্টিয়ারসহ অন্যরা, ছবি : সংগৃহীত

‘জানুয়ারিতে ঢাকায় মিশন বসিয়ে ভিসা ইস্যু করবে রোমানিয়া’, এ রকম শিরোনামের অনলাইনে বেশ কয়েকটি পোর্টালে ভেসে বেড়ানো একটি নিউজকে ভুয়া বলে উড়িয়ে দিয়েছেন রোমানিয়ায় নিযুক্ত বাংলাদেশের বিদায়ী রাষ্ট্রদূত মো. দাউদ আলী।

বুধবার (৪ ডিসেম্বর) রোমানিয়ার পররাষ্ট্রসচিব ট্রায়ান রিস্টিয়ার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ শেষে তিনি এ তথ্য জানিয়েছেন।

রাষ্ট্রদূত জানান, রোমানিয়ার পররাষ্ট্রসচিবের সঙ্গে আলোচনায় বেশ কয়েকটি বিষয়ে অগ্রগতি হয়েছে। এর মধ্য আমরা প্রস্তাব করেছি, খুব দ্রুত যেন দুই দেশের মধ্য ফরেন অফিস কনসালটেশন (এফওসি) করা হয়, রিস্টিয়া এতে সায় দিয়েছেন।

তিনি আরও জানান, অনেক বাংলাদেশি (প্রায় ৭০০ থেকে ৮০০) পরিস্থিতির কারণে অবৈধ হয়ে গিয়েছেন। কিন্তু তারা বৈধভাবে রোমানিয়াতেই থাকতে চান। তাদের জন্য যেন একটি ‘সাধারণ ক্ষমা’ ঘোষণা করে তাদের বৈধ হওয়ার সুযোগ দেওয়া হয়, এমন প্রস্তাব পররাষ্ট্রসচিব ও অন্য কর্মকর্তারা বিষয়টি খুব পজেটিভলি নিয়েছেন।

রোমানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শিগগিরই তারা রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে বিভিন্ন দেশ থেকে আসা শ্রমিকদের অবৈধতা থেকে বৈধতা প্রদানে প্রয়োজনীয় করণীয় নিয়ে আলোচনায় বসবেন।

এ সময় বাংলাদেশি শ্রমিকদের ভিসা সমস্যা সমাধানে রাষ্ট্রদূত ঢাকায় আবার একটি কনস্যুলার টিম প্রেরণ অথবা ভিএফএস চালু করার প্রস্তাব দেন মো. দাউদ আলী।

জবাবে রোমানিয়ার পররাষ্ট্রসচিব রিস্টিয়া জানান, তারা দুটো বিষয় নিয়েই কাজ করতে আগ্রহী। তবে ভিএফএস বাস্তবায়ন করা তাদের জন্য বেশি সহজ বলে তিনি জানান। এ জন্য ভিসা বিধিতে প্রয়োজনীয় সংস্কার আনতে হবে।

বৈঠকে রাষ্ট্রদূত মো. দাউদ আলীর সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস বুখারেস্টের দ্বিতীয় সচিব (রাজনৈতিক) ও দূতালয় প্রধান শেখ কৌশিক ইকবাল।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com