প্রকাশ: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪, ৩:৪৩ পিএম
ইজতেমা করার দাবিতে গাজীপুরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বরাবরে স্মারকলিপি দিয়েছেন সাদপন্থীরা।
সোমবার (২ ডিসেম্বর) সকালে গাজীপুর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন সাদপন্থী তাবলীগের উলামা-কেরাম ও সাধারণ সাথীরা।
স্মারকলিপিতে বিশ্ব ইজতেমায় দিল্লির মাওলানা সাদ কান্ধলভীর উপস্থিতি নিশ্চিত ও ২০ থেকে ২৪ ডিসেম্বর ইজতেমা ময়দানে ৫ দিনের জোর ইজতেমা করার দাবি জানান তারা।
এসময় গাজীপুর জেলা সাদ অনুসারী শুরা সদস্য ডক্টর প্রফেসর আব্দুল হান্নান জানান, মাওলানা সাদ কান্ধলভী সারা বিশ্বে ইজতেমা করছেন এবং তাকে তারা চান।