বুধবার ৪ ডিসেম্বর ২০২৪ ১৯ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: দলগুলো থেকে ৩ বিষয়ে পরামর্শ নিচ্ছেন ড. ইউনূস   জামিনে কারামুক্ত সাবেক এসপি বাবুল আক্তার   বিসিএসসহ সব সরকারি চাকরির আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা   ‘জাতির অস্তিত্বের প্রশ্নে’ সবাইকে এক হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার   সাজেকে আটকে পড়া পর্যটকরা ফিরছেন    ঢাকা সফরে আসছেন ভারতের পররাষ্ট্রসচিব   প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ চলছে   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
ঐশ্বরিয়ার নাম থেকে অবশেষে ‘বচ্চন’ বাদ
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪, ৩:১৪ পিএম আপডেট: ২৮.১১.২০২৪ ৩:৩২ পিএম | অনলাইন সংস্করণ

দুবাইয়ের অনুষ্ঠানে ঐশ্বরিয়ার নাম থেকে ‘বচ্চন’ বাদ

দুবাইয়ের অনুষ্ঠানে ঐশ্বরিয়ার নাম থেকে ‘বচ্চন’ বাদ

অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের বিচ্ছেদ নিয়ে অনলাইনে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। এই গুঞ্জনের মধ্যে অভিনেত্রী দুবাইয়ে গ্লোবাল উইমেনস ফোরামে অংশ নেন। এই ইভেন্টের বেশ কয়েকটি ভিডিও ও ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। 

সেখানে দেখা গেছে, সাবেক এই বিশ্ব সুন্দরীর নামের শেষে বচ্চন উপাধি বাদ দেওয়া হয়েছে। এ নিয়ে ভক্ত-অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছে নানা জল্পনা। তবে কি সত্যিই বিচ্ছেদের পথে হাঁটছেন এই তারকা দম্পতি!

গতকাল বুধবার দুবাইয়ে ইভেন্টে অংশ নিয়ে নারী ক্ষমতায়ন নিয়ে বক্তৃতা দেন অভিনেত্রী। ইনস্টাগ্রাম পোস্ট করা ভিডিও ও ছবিতে দেখা গেছে, মঞ্চে ওঠার সময় অভিনেত্রীর পেছনে বড় পর্দায় তার নাম প্রদর্শিত হয়। সেখানে ঐশ্বরিয়া রাই ইন্টারন্যাশনাল স্টার লেখা ছিল, নামের শেষে বচ্চন উপাধি উল্লেখ করা হয়নি।

সম্প্রতি দ্য হিন্দু পত্রিকায় এক সাক্ষাৎকারে অভিষেক স্ত্রী ঐশ্বরিয়ার প্রশংসা করেন। অভিনেতা স্মরণ করেন কীভাবে ঐশ্বরিয়া অভিনয় ক্যারিয়ার থেকে বিরতি নিয়েছিলেন সন্তানদের জন্য, বিশেষ করে যখন আরাধ্যা জন্ম নেয়।

ওই সাক্ষাৎকারে অভিনেতা বলেন, ‘আমার মা আমার জন্মের পর অভিনয় ছেড়ে দিয়েছিলেন, কারণ তিনি চেয়েছিলেন সন্তানদের সঙ্গে সময় কাটাতে। আমরা কখনোই বাবার অনুপস্থিতি অনুভব করিনি। আমি মনে করি, কাজের শেষে আপনি রাতে যখন বাড়ি ফিরে আসেন, তখনই সবকিছু ঠিক হয়ে যায়।’

অভিনেতা এ-ও বলেন, ‘আমি ভাগ্যবান যে আমি বাইরে গিয়ে সিনেমার কাজ করতে পারি। কিন্তু আমি জানি যে ঐশ্বরিয়া বাড়িতে আরাধ্যার সঙ্গে আছে এবং আমি এর জন্য অসীম কৃতজ্ঞ। আমি মনে করি, বাচ্চারা এটা এভাবে দেখে না। তারা আপনাকে তৃতীয় ব্যক্তি হিসেবে দেখে না, তারা আপনাকে প্রথম ব্যক্তি হিসেবে দেখে।’

গত সপ্তাহে ঐশ্বরিয়া ইনস্টাগ্রামে তাঁর জীবনের দুটি বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করেছিলে, মেয়ে আরাধ্যার জন্মদিনের উদ্‌যাপন এবং তার বাবা কৃষ্ণরাজ রাইয়ের জন্মবার্ষিকী। তবে মেয়ের জন্মদিনের ছবিতে অভিষেকে অনুপস্থিতি নজর এড়ায়নি নেটিজেনদের। অভিনেতার অনুপস্থিতি তাঁদের আলাদা হওয়ার গুঞ্জনকেই আরও তীব্র করেছে।

এদিকে ছেলে ও পুত্রবধূর বিচ্ছেদ নিয়ে কিছুদিন আগে মুখ খুলেছিলেন অমিতাভ বচ্চন। এক ব্লকে বিগ-বি লিখেছিলেন, ‘গুজব শুধুমাত্র গুজব, যা যাচাই করা হয় না। আমি আমার পরিবারের সম্পর্কে খুব একটা কথা বলি না। কারণ এটা আমার একান্ত ব্যক্তিগত ক্ষেত্র ও এর গোপনীয়তা রক্ষা করার দায়িত্ব একান্ত আমারই। তবে এটুকুই বলতে চাই তথ্যপ্রমাণ ছাড়া এভাবে কিছু গুজব ছড়িয়ে দেওয়া উচিত নয়। কথা না শুনেই, যাচাই না করেই যা ইচ্ছে তাই লিখে দেওয়া হচ্ছে।’

খবর রটে সম্পত্তির ভাগ-বাঁটোয়ারা নিয়ে নাকি বচ্চন পরিবারের অন্দরে অশান্তি শুরু। মেয়েকে শ্বেতা নন্দাকে বিলাসবহুল বাংলো ‘প্রতীক্ষা’ উপহার দেওয়ায় বউমা ঐশ্বরিয়া চটে যান। এ নিয়ে ননদ শ্বেতা ও শাশুড়ি জয়ার সঙ্গে কোন্দলে বাড়ি ছাড়েন ঐশ্বরিয়া। এর মধ্যে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের সময় থেকেই ঐশ্বরিয়া-অভিষেক বিবাহবিচ্ছেদের জল্পনা ঘনীভূত হয়। বিয়ের আনুষ্ঠানিকতায় বচ্চন পরিবারের সঙ্গে দেখা যায়নি ঐশ্বরিয়াকে। একে একে দুই মিলাতে থাকেন নেটিজেনরা।

এদিকে আবার অভিষেকের সঙ্গে নাম জুড়েছে নিমরত কৌরের। গুঞ্জন ওঠে ‘দসভি’ সিনেমার শুটিংয়ের সময় একে-অপরের কাছে আসেন। সম্পর্কে তৃতীয় ব্যক্তির কারণেই না-কি তাদের দাম্পত্য জীবন ভাঙতে বসেছে। অভিষেক-ঐশ্বরিয়া ২০০৭ সালের এপ্রিল মাসে বিয়ে করেন। ২০১১ সালের নভেম্বরে এই তারকা দম্পতির কোলজুড়ে আসে একমাত্র মেয়ে আরাধ্যা বচ্চন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]