প্রকাশ: শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ১:০৩ AM

ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় মা ও মেয়ে নিহত হয়েছেন। এ সময় সড়কে ছিটকে পড়ে আহত হয়েছেন মোটরসাইকেল চালক।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকিবুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এর আগে বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা পৌরসভা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রথমে আহতাবস্থায় রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মা ও বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মেয়ের মৃত্যু হয়।
নিহতরা হলেন- ভাঙ্গা পৌরসভার কুঠিবাড়ির চরকান্দা গ্রামের আকরাম শেখের স্ত্রী সাজেদা বেগম (৫০) ও তার কন্যা আছিয়া আক্তার (৫)।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকিবুজ্জামান বলেন, বুধবার সন্ধ্যার পর মা সাজেদা ও মেয়ে আছিয়া ভাঙ্গা উপজেলার মুনসুরাবাদ থেকে নিজ বাড়ি কুঠিবাড়ি চরকান্দায় ফিরছিলেন। পথে তারা বটতলা এলাকায় পৌঁছালে ভাঙ্গাগামী একটি মোটরসাইকেল মা ও মেয়েকে ধাক্কা দেয়। এতে মা-মেয়ে দুজনে ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মাকে ফরিদপুর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মা সাজেদার মৃত্যু হয় এবং মেয়েকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মেয়ে আছিয়ার মৃত্যু হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।